দৈনিক কুষ্টিয়াা অনলাইন/
আগামী ৩১ অক্টোবরের মধ্যে যাদের বয়স ১৮ বছরে পা দেবে, তারাও এবার ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে পারবেন।
নির্বাচন কমিশনের (ইসি) প্রকাশিত খসড়া তালিকা অনুযায়ী, নতুন করে ভোটার হয়েছেন ২৪ লাখ ৩৮ হাজার ৬২৬ জন। এতে দেশের মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৬১ লাখ ৭০ হাজার ৯০০ জনে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আজ রোববার (১০ আগস্ট) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক সংবাদ ব্রিফিংয়ে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য জানান। তিনি বলেন, সারাদেশের সব নির্বাচন অফিসে একযোগে হালনাগাদ ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে।
আইন অনুযায়ী চলতি বছরের ২ মার্চ প্রকাশিত ভোটার তালিকায় মোট ভোটার ছিলেন ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন। হালনাগাদ কার্যক্রমে বাড়ি বাড়ি গিয়ে নতুন করে অন্তর্ভুক্ত করা হয় ৪৫ লাখ ৭১ হাজার ২১৬ জনকে। একই সময়ে মৃত ও কর্তনযোগ্য ২১ লাখ ৩২ হাজার ৫৯০ জনের নাম বাদ দেওয়া হয়েছে।
৩১ আগস্ট চূড়ান্ত হালনাগাদ তালিকা প্রকাশ করা হবে জানিয়ে সচিব বলেন, নতুন আইনে সুযোগ রাখা হয়েছে—যাতে ৩১ অক্টোবর পর্যন্ত যারা ১৮ বছরে পৌঁছাবেন, তারাও ভোটার হতে পারবেন। এতে নবীন ভোটারদের এক বছর অপেক্ষা করতে হবে না।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি