দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়ায় শফিকুল ইসলাম (৫৫) নামের এক হাজতির মৃত্যু হয়েছে। তিনি গত ৯ আগস্ট মাদক মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে যান।
কারাগার সূত্রে জানা যায়, রোববার বিকেলে শফিকুল হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে তাঁকে দ্রুত ২৫০ শয্যাবিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ভর্তি হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় ৬টা ৫০ মিনিটে তাঁর মৃত্যু হয়।
মৃত শফিকুল ইসলাম খোকসা উপজেলার বামনপাড়া গ্রামের ওহেদ শেখের ছেলে।
হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) হাসেন ইমাম জানান, শফিকুল কার্ডিয়াক অ্যারেস্টে আক্রান্ত হয়েছিলেন। এ ধরনের জটিল চিকিৎসা কারাগারে সম্ভব নয়, হাসপাতালে আনার কিছুক্ষণের মধ্যেই তাঁর মৃত্যু ঘটে।
কুষ্টিয়া জেলা কারাগারের জেল সুপার মোহাম্মদ আবদুর রহিম বলেন, মাদকাসক্ত শফিকুল ইসলামকে এক হাজার ইয়াবাসহ পুলিশ গ্রেপ্তার করেছিল। তাঁর মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি