দৈনিক কুষ্টিয়া অনলাইন/
স্থানীয় বাজারে নিত্যপণ্যের সরবরাহ ও মূল্য স্থিতিশীল রাখতে সরকার বেসরকারি পর্যায়ে বিপুল পরিমাণ মসুর ডাল ও চিনি আমদানির অনুমতি দিয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিনকস অটোমেশন টেকনোলজি লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানের অনুকূলে মোট ১০ লাখ টন পণ্য আমদানির অনুমতি দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে পাঁচ লাখ টন মসুর ডাল এবং পাঁচ লাখ টন চিনি।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বিদ্যমান আমদানি নীতি আদেশ ২০২১-২০২৪ এর বিধান অনুযায়ী মসুর ডাল ও চিনি অবাধে আমদানিযোগ্য পণ্য। ফলে বাণিজ্যিক ভিত্তিতে এলসি (লেটার অব ক্রেডিট) খুলে এ দুটি পণ্য আমদানি করা যাবে।
তবে শর্ত হিসেবে বলা হয়েছে, আমদানিকৃত পণ্যকে অবশ্যই আন্তর্জাতিক মানদণ্ড এবং বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) কর্তৃক নির্ধারিত মান বজায় রাখতে হবে।
এই সিদ্ধান্তের ফলে বাজারে সরবরাহ বৃদ্ধি পাওয়ার পাশাপাশি নিত্যপণ্যের দামও নিয়ন্ত্রণে থাকবে বলে আশা করছে বাণিজ্য মন্ত্রণালয়।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি