দৈনিক কুষ্টিয়া অনলাইন/
বিশ্বখ্যাত কে-পপ গার্লগ্রুপ ব্ল্যাকপিঙ্ক এবার নতুন অ্যালবাম নিয়ে ফিরছে। ওয়াইজি এন্টারটেইনমেন্টের প্রতিষ্ঠাতা ইয়াং হিউক সুক এক ভিডিও বার্তায় এ ঘোষণা দেন।
ভিডিও বার্তায় তিনি জানান, জিসু, জেনি, রোজে ও লিসা ইতিমধ্যেই নতুন অ্যালবামের কাজ শুরু করেছেন। নভেম্বরের মধ্যেই অ্যালবামটি প্রকাশের লক্ষ্য নিয়ে সদস্যরা ও প্রযোজক টিম কঠোর পরিশ্রম করছেন। ইয়াং হিউক সুক বলেন, “অনেকেই ব্ল্যাকপিঙ্কের নতুন অ্যালবাম নিয়ে জানতে চাইছেন। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি নভেম্বরেই এটি প্রকাশ করতে।”
এর আগে শোনা গিয়েছিল, দীর্ঘ বিশ্বভ্রমণ কনসার্টের পর দুই মাসের বিরতিতে ব্ল্যাকপিঙ্ক নতুন গান রেকর্ডিং ও মিউজিক ভিডিও শুটিংয়ে ব্যস্ত থাকবে। এবার সেই খবর আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করল ওয়াইজি।
সম্প্রতি ব্ল্যাকপিঙ্ক তাদের ‘ডেডলাইন ওয়ার্ল্ড ট্যুর’-এর ইউরোপীয় অংশ শেষ করেছে। এর আগে তারা দক্ষিণ কোরিয়া ও উত্তর আমেরিকায় কনসার্ট করেছে। যদিও তাদের পরবর্তী সূচি এখনো ঘোষণা হয়নি, তবে ধারণা করা হচ্ছে— দেশে ফিরে নতুন গানের কাজ শেষ করেই তারা আবার মঞ্চে ফিরবেন।
নভেম্বরের নতুন অ্যালবাম প্রকাশের পর ট্যুর শুরু হবে তাইওয়ানের কাওশিয়াং থেকে। এরপর আরও কয়েকটি এশীয় শহরে কনসার্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে। পুরো ট্যুর শেষ হবে ২০২৬ সালের জানুয়ারিতে, হংকংয়ে দুই রাতের শো দিয়ে।
উল্লেখ্য, ব্ল্যাকপিঙ্কের সর্বশেষ প্রকাশিত কাজ ছিল ডিজিটাল সিঙ্গেল ‘জাম্প’, যা মুক্তি পায় গত ১১ জুলাই। তবে পূর্ণাঙ্গ অ্যালবাম হিসেবে তাদের শেষ কাজ ছিল দ্বিতীয় স্টুডিও অ্যালবাম ‘বর্ন পিঙ্ক’, প্রকাশিত হয়েছিল ২০২২ সালের ১৬ সেপ্টেম্বর।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি