দৈনিক কুষ্টিয়া অনলাইন/
মালয়েশিয়ায় অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের নিয়ে সম্প্রতি ছড়িয়ে পড়া একটি খবরে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। বলা হচ্ছিল, মালয়েশিয়ায় থাকা ১০ হাজার বাংলাদেশি শিক্ষার্থীকে পড়াশোনার পাশাপাশি কাজ করার সুযোগ দেওয়া হবে। তবে দেশটির উচ্চশিক্ষামন্ত্রী দাতুক সেরি ড. জাম্ব্রি আবদ কাদির এ ধরনের দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছেন।
শনিবার (২৩ আগস্ট) এক আনুষ্ঠানিক বিবৃতিতে ড. জাম্ব্রি স্পষ্ট করে জানান, ‘গ্র্যাজুয়েট পাস’ দেওয়ার খবর সম্পূর্ণ মিথ্যা, বিভ্রান্তিকর ও ভিত্তিহীন। তিনি বলেন, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সাম্প্রতিক মালয়েশিয়া সফরের সময় এ বিষয়ে কোনো আলোচনা বা চুক্তি হয়নি।
হাইম হিলমানকে সতর্কবার্তা/
কেদাহ রাজ্যের শিল্প ও বিনিয়োগ, উচ্চশিক্ষা, বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবন কমিটির চেয়ারম্যান ড. হাইম হিলমান আব্দুল্লাহ সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে দাবি করেন, মালয়েশিয়ার সরকার ১০ হাজার বাংলাদেশি শিক্ষার্থীকে কাজের অনুমতি দিতে সম্মত হয়েছে। এ প্রসঙ্গে ড. জাম্ব্রি বলেন,
“বাংলাদেশের একটি সংবাদ প্রতিবেদনের ভুল ব্যাখ্যার ভিত্তিতে তিনি অভিযোগ করেছেন যে আমি এমন কোনো সম্মতি দিয়েছি। কিন্তু এই অভিযোগ সম্পূর্ণ অসত্য এবং দায়িত্বজ্ঞানহীন।”
ড. জাম্ব্রি হাইম হিলমানকে আরও সতর্ক করে বলেন, একজন একাডেমিক ব্যাকগ্রাউন্ডের ব্যক্তির উচিত সঠিক, নির্ভুল ও নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে বক্তব্য দেওয়া। অনুমাননির্ভর বা ভুল তথ্য প্রচার করলে তা শুধু বিভ্রান্তিই ছড়াবে।
ভুল তথ্য ছড়ানোর প্রবণতা নিয়ে উদ্বেগ/
উচ্চশিক্ষামন্ত্রী জোর দিয়ে বলেন, শিক্ষাবিষয়ক নীতিমালা নির্ধারণের ক্ষেত্রে সর্বোচ্চ সততা, স্বচ্ছতা ও সত্যতা বজায় রাখা জরুরি। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন,
“ইচ্ছাকৃতভাবে ভ্রান্ত তথ্য ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করা বন্ধ করতে হবে। বিশেষ করে শুধুমাত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার উদ্দেশ্যে বিভ্রান্তিকর কনটেন্ট তৈরি করা অত্যন্ত অনাকাঙ্ক্ষিত।”
এর আগে ড. হাইম হিলমান তার টিকটক অ্যাকাউন্টে ২ মিনিট ১৯ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছিলেন, যেখানে তিনি দাবি করেন মালয়েশিয়ায় থাকা ১০ হাজার বাংলাদেশি শিক্ষার্থীর কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। এই ভিডিও দ্রুত অনলাইনে ছড়িয়ে পড়ে এবং নানা মহলে আলোচনা-সমালোচনার জন্ম দেয়।
তবে মালয়েশিয়ার উচ্চশিক্ষা মন্ত্রণালয়ের এই স্পষ্টীকরণের পর বিষয়টি যে ভিত্তিহীন ছিল তা পরিষ্কার হয়েছে।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি