দৈনিক কুষ্টিয়া অনলাইন/
বাংলাদেশ-ভারত সীমান্তের তিনটি অলাভজনক স্থলবন্দর বন্ধ এবং আরেকটি স্থলবন্দরের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করার সিদ্ধান্ত অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত পরিষদের ৪০তম সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভা শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।
বন্ধ ঘোষণা করা তিন স্থলবন্দর হলো—নীলফামারীর চিলাহাটি, চুয়াডাঙ্গার দৌলতগঞ্জ এবং রাঙামাটির তেগামুখ স্থলবন্দর। এছাড়া হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বাল্লা স্থলবন্দরের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখা হবে।
এর আগে গত ২ মার্চ নৌপরিবহন মন্ত্রণালয় থেকে জানানো হয়, অলাভজনক ও কার্যক্রমহীন তিনটি স্থলবন্দর সম্পূর্ণ বন্ধ এবং একটি স্থলবন্দরের কার্যক্রম স্থগিত রাখার সুপারিশ করেছে একটি যাচাই কমিটি। অর্থনৈতিক সম্ভাবনা, অবকাঠামো ও যোগাযোগ ব্যবস্থা পর্যালোচনা করে কমিটি এ প্রস্তাব দেয়।
উল্লেখ্য, গত বছর দেশের স্থলবন্দরগুলোর কার্যকারিতা যাচাই করতে নৌপরিবহন মন্ত্রণালয় ছয় সদস্যের একটি কমিটি গঠন করে। তারা আটটি স্থলবন্দর সরেজমিনে পরিদর্শন করে প্রতিবেদন দাখিল করে, যার ভিত্তিতে এ সিদ্ধান্ত অনুমোদন পেল।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি