দৈনিক কুষ্টিয়া ানলাইন/
হাইকোর্ট মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রায় ঘোষণা করে যে, সারাদেশের বিচারকদের নিয়ন্ত্রণ ও শৃঙ্খলার দায়িত্ব এখন থেকে সুপ্রিম কোর্টের হাতে থাকবে। একই সঙ্গে, নিম্ন আদালতের বিচারকদের বদলি, পদোন্নতি ও শৃঙ্খলা সংক্রান্ত পঞ্চদশ সংশোধনী এবং চতুর্থ সংশোধনীর বিধান বাতিল করা হয়েছে।
রায় ঘোষণা করেন বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরী সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ। আদালত আগামী তিন মাসের মধ্যে একটি আলাদা সচিবালয় গঠনের নির্দেশ দিয়েছেন।
এর আগে, সংবিধানের ১১৬ অনুচ্ছেদ সম্পর্কিত বৈধতা প্রশ্নে জারি করা রুলের রায় সকালেই ঘোষণা শুরু হয়েছিল। ১৩ আগস্ট এই রুলের চূড়ান্ত শুনানি শেষ হয়। রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির, রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, এবং ইন্টারভেনর হিসেবে শুনানি করেন অ্যাডভোকেট আহসানুল করিম।
মামলাটির প্রেক্ষাপট:/
২০ এপ্রিল, বিচার বিভাগের নিয়ন্ত্রণ সংক্রান্ত সংবিধানের ১১৬ অনুচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ করে রিট দায়ের করা হয়। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ হাইকোর্টে নতুন বেঞ্চ গঠন করেন।
মামলাটি প্রথমে বিচারপতি ফারাহ মাহবুবের নেতৃত্বাধীন বেঞ্চে ছিল, কিন্তু ২৪ মার্চ বিচারপতি ফারাহ মাহবুব আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিযুক্ত হওয়ায় বেঞ্চটি ভেঙে যায়।
২৫ আগস্ট, ১০ জন আইনজীবীর পক্ষে রিটকারী মোহাম্মদ শিশির মনির হাইকোর্টে আবেদন করেন মূল সংবিধানের ১৯৭২ সালের ১১৬ অনুচ্ছেদ পুনর্বহালের নির্দেশনার জন্য। পরে হাইকোর্ট রুল জারি করে জানতে চান— বিদ্যমান সংবিধানের ১১৬ অনুচ্ছেদ কেন অসাংবিধানিক ঘোষণা করা হবে না।
প্রসঙ্গত, বর্তমানে প্রযোজ্য সংশোধিত সংবিধানের ১১৬ অনুচ্ছেদ অনুযায়ী অধস্তন আদালতের ম্যাজিস্ট্রেটদের নিয়ন্ত্রণ, পদোন্নতি, বদলি, ছুটি ও শৃঙ্খলা বিধানের দায়িত্ব রাষ্ট্রপতির হাতে রয়েছে। কিন্তু ১৯৭২ সালের মূল সংবিধানে এই দায়িত্ব সুপ্রিম কোর্টের ওপর ছিল।
এই রায়ের মাধ্যমে বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ নেওয়া হলো, যেহেতু বর্তমান সংবিধান অনুযায়ী নির্বাহী বিভাগের প্রভাব বিচার বিভাগের নিয়োগ ও শৃঙ্খলার ক্ষেত্রে বিশেষ প্রশ্ন সৃষ্টি করেছিল।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি