দৈনিক কুষ্টিয়া অনলাইন/
বাগেরহাটে চারটি সংসদীয় আসন বহালের দাবিতে সর্বদলীয় সম্মিলিত কমিটির ডাকা কর্মসূচির অংশ হিসেবে অফিস ও আদালত অবরোধ কর্মসূচি পালিত হয়েছে।
রোববার (১৪ সেপ্টেম্বর) সকাল থেকে টানা বৃষ্টি উপেক্ষা করে নেতাকর্মীরা জেলা প্রশাসকের কার্যালয়ের প্রধান ফটকে অবস্থান নেন। পরে বিক্ষোভ মিছিল নিয়ে তারা জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের সামনে যান এবং প্রধান ফটক বন্ধ করে দেন। এসময় ‘চার আসন চাই, চার আসন চাই’ স্লোগানে মুখর হয়ে ওঠে এলাকা।
অবরোধকারীরা জেলা প্রশাসকের কার্যালয় ও জেলা দায়রা জজ আদালতের প্রবেশপথও অবরুদ্ধ করে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। একইসঙ্গে জেলার নয়টি উপজেলায় উপজেলা নির্বাচন অফিস ও ইউএনও কার্যালয়ের সামনেও অবস্থান কর্মসূচি পালন করেন সর্বদলীয় কমিটির নেতাকর্মীরা। এ কর্মসূচি বিকেল পর্যন্ত চলবে।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান দীপু, জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম, সদস্য সচিব মোজাফফর রহমান আলম, যুগ্ম আহ্বায়ক খাদেম নিয়ামুন নাসির আলাপ, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি শেখ মোহাম্মদ ইউনুস, জেলা জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট আব্দুল ওয়াদুদ, যুবদলের সাবেক সভাপতি ফকির তারিকুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, “সীমানা পরিবর্তনের সিদ্ধান্ত বাগেরহাটবাসী কোনোভাবেই মেনে নেবে না। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।”
অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান দীপু জানান, স্বল্প সময়ের মধ্যেই উচ্চ আদালতে রিট করা হবে। প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং আগামী সপ্তাহে শুনানি হতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
উল্লেখ্য, গত ৩০ জুলাই আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাটের চারটি আসনের মধ্যে একটি আসন কমিয়ে তিনটি করার প্রাথমিক প্রস্তাব দেয় নির্বাচন কমিশন। পরবর্তীতে ৪ সেপ্টেম্বর সীমানা কিছুটা পরিবর্তন করে তিন আসনের গেজেট প্রকাশ করা হয়।
চূড়ান্ত গেজেট অনুযায়ী, বাগেরহাট-১ (বাগেরহাট সদর-চিতলমারী-মোল্লাহাট), বাগেরহাট-২ (ফকিরহাট-রামপাল-মোংলা) ও বাগেরহাট-৩ (কচুয়া-মোরেলগঞ্জ-শরণখোলা) আসন রাখা হয়েছে। তবে বহু বছর ধরে জেলায় চারটি আসনে নির্বাচন অনুষ্ঠিত হয়ে আসছিল—
বাগেরহাট-১ (চিতলমারী-মোল্লাহাট-ফকিরহাট)
বাগেরহাট-২ (বাগেরহাট সদর-কচুয়া)
বাগেরহাট-৩ (রামপাল-মোংলা)
বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা)
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি