দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছয় জন নিহত হবার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিল করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ প্রসিকিউশনের পক্ষে অভিযোগ দাখিল করেন প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদার, সঙ্গে ছিলেন প্রসিকিউটর আব্দুল্লাহ আল নোমান।
পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় প্রসিকিউটর গাজী এমএইচ তামিম জানান, ইনু’র বিরুদ্ধে মোট আটটি অভিযোগ আনা হয়েছে। এই ফরমাল চার্জ ৩৯ পৃষ্ঠার। প্রসিকিউশন ২০ জনের সাক্ষীর তালিকা দাখিল করেছে। পাশাপাশি তিনটি অডিও ও ছয়টি ভিডিও নথি সংযুক্ত করা হয়েছে।
বর্তমানে ইনু বিভিন্ন মামলায় কারাগারে রয়েছেন। তিনি আওয়ামী লীগ সরকারের আমলে তথ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন। তবে দ্বাদশ সংসদ নির্বাচনে কুষ্টিয়ায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর কাছে হেরে যান।
কুষ্টিয়ায় বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ছয় জন নিহত হন এবং আরও কয়েকজন আহত হন। ঘটনার পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাসানুল হক ইনুর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। পরবর্তীতে তদন্ত সংস্থার কর্মকর্তারা তদন্ত প্রতিবেদন দাখিল করেন।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি