
দৈনিক কুষ্টিয়অ অনলাইন/
ঝিনাইদহ সদর উপজেলার রাঙ্গিয়ার পোতা গ্রামের একটি মাঠ থেকে পা বাঁধা ও গলায় ফাঁস দেওয়া অবস্থায় এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম ইসাহাক আলী (৬৫)। তিনি একই গ্রামের মৃত রুস্তম আলীর ছেলে।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে বংকিরা–রাঙ্গিয়ার পোতা সড়কের বটদাড়ি এলাকার মাঠ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, সকালে স্থানীয়রা রাস্তার পাশে ধানক্ষেতের আইলে একটি মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গ য়ে মরদেহ উদ্ধার করে স্বজনদের অবহিত করে। স্বজনরা এসে মরদেহটি ইসাহাক আলীর বলে শনাক্ত করেন।
ওসি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা ইসাহাক আলীর পা বেঁধে গলায় ফাঁস দিয়ে হত্যা করে মাঠে ফেলে যায়। তবে কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি