
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়া শহরের সিঙ্গার মোড় এলাকার মাহতাব প্লাজায় সিনেমার দৃশ্যের মতো চুরির ঘটনা ঘটেছে। চোরচক্র টয়লেটের দরজার নিচ দিয়ে মার্কেটের ভেতরে ঢুকে তিনটি স্বর্ণের দোকান থেকে স্বর্ণ ও রূপার গহনা চুরি করেছে।
শুক্রবার (৩১ অক্টোবর) সকালে দোকান মালিকরা দোকান খুলতে গিয়ে দেখেন, শাটার কিছুটা উঁচু করা। সন্দেহজনক মনে হলে তারা বিষয়টি পুলিশে জানান। খবর পেয়ে কুষ্টিয়া মডেল থানা পুলিশ ও র্যাব সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে এবং সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, সকাল পৌনে আটটার দিকে মুখোশ পরা দুই যুবক মার্কেটের টয়লেটের দরজার নিচ দিয়ে ভেতরে প্রবেশ করে। এরপর তারা ক্রমান্বয়ে ব্রাদার্স জুয়েলার্স, এস. সরকার জুয়েলার্স ও সমির চেইন হাউজ—এই তিনটি দোকানের শাটার ফাঁক করে ভেতরে ঢোকে। দোকানগুলোর আলমারি ও ড্রয়ার ভেঙে তারা স্বর্ণ ও রূপার গহনা লুট করে একই পথে বেরিয়ে যায়।
চুরির ঘটনায় তিন ব্যবসায়ীর প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন তারা।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন বলেন, “আমরা সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করছি। অভিযুক্তদের শনাক্তের চেষ্টা চলছে। খুব শিগগিরই তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।”
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি