
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের ২৩৭টি আসনে প্রার্থীদের নামের প্রাথমিক তালিকা ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
সোমবার (৩ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে রাজধানীর গুলশানে অবস্থিত বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে এই তালিকা প্রকাশ করেন।
ঘোষিত তালিকায় কুষ্টিয়া জেলার ৪টি সংসদীয় আসনেই সম্ভাব্য প্রার্থী ঘোষণা করা হয়েছে। সেগুলো হলো—
কুষ্টিয়া-১ (দৌলতপুর): রেজা আহমেদ বাচ্চু মোল্লা
কুষ্টিয়া-২ (মিরপুর–ভেড়ামারা): ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী
কুষ্টিয়া-৩ (সদর): ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার
কুষ্টিয়া-৪ (খোকসা–কুমারখালী): বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেহেদী আহমেদ রুমি
কুষ্টিয়া-৩: জাকির হোসেন সরকারের দৃঢ় প্রত্যয়
জাকির হোসেন সরকারের দৃঢ় প্রত্যয়/
কুষ্টিয়া-৩ (সদর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী হয়েছেন ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার। মনোনয়ন ঘোষণার পর তিনি তার ভেরিফায়েড ফেসবুক পেজে “আলহামদুলিল্লাহ” লিখে শুকরিয়া জ্ঞাপন করেন।
দৈনিক কুষ্টিয়াকে তিনি বলেন,
“আমি আমার দলের সকল স্তরের নেতাকর্মীদের নিয়েই কুষ্টিয়া সদর আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে চাই। এই আসনটি দেশনায়ক তারেক রহমানকে উপহার দিতে চাই। আমাদের দলের প্রতিটি নেতা-কর্মীই এই নির্বাচনে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন, ইনশাআল্লাহ।”
তিনি আরও জানান, দলীয় প্রার্থী ঘোষণার পর থেকেই স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা মাঠপর্যায়ে সংগঠন পুনর্গঠনের কাজ শুরু করেছেন।
উল্লেখ্য, ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার বর্তমানে কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি জেলার বিভিন্ন উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপির কমিটি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
কুষ্টিয়া-২: রাগীব রউফের কৃতজ্ঞতা ও ঐক্যের আহ্বান/
ঘোষণার পরপরই কুষ্টিয়া-২ আসনের বিএনপি প্রার্থী ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক আবেগঘন পোস্ট দেন। তিনি লিখেন, “আলহামদুলিল্লাহ। কুষ্টিয়া-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে আমার নাম ঘোষণা করা হয়েছে। ধন্যবাদ জানাচ্ছি বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান এবং জাতীয় স্থায়ী কমিটির সকল সদস্যকে আমাকে মনোনীত করার জন্য।”
ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী বর্তমানে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
কুষ্টিয়া-৪: সৈয়দ মেহেদী আহমেদ রুমীর কৃতজ্ঞতা প্রকাশ/
ধানের শীষের মনোনীত প্রার্থী হিসেবে কুষ্টিয়া-৪ (খোকসা–কুমারখালী) আসনে বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেহেদী আহমেদ রুমি দলীয় মনোনয়ন পাওয়ার পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
এক বিবৃতিতে তিনি কুমারখালী ও খোকসা উপজেলার নেতাকর্মী ও সাধারণ জনগণকে কোনো আনন্দ মিছিল বা শোডাউন না করার আহ্বান জানান এবং দলীয় ঐক্য বজায় রেখে একযোগে কাজ করার অনুরোধ করেন।
কুষ্টিয়া-১: রেজা আহমেদ বাচ্চু মোল্লার আহ্বান/
দৌলতপুর আসনে বিএনপির মনোনীত প্রার্থী রেজা আহমেদ বাচ্চু মোল্লা দলীয় মনোনয়ন ঘোষণায় সন্তোষ প্রকাশ করে বিএনপির নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি দৌলতপুরের জনগণের প্রতি আহ্বান জানান,
“আমরা যেন আনন্দ মিছিল বা শোডাউনের পরিবর্তে সংগঠিতভাবে জনগণের মাঝে ধানের শীষের বার্তা পৌঁছে দেই। ঐক্যবদ্ধভাবে কাজ করলেই বিজয় নিশ্চিত হবে।”
জেলায় নির্বাচনী আমেজ/
দলীয় প্রার্থী ঘোষণার সঙ্গে সঙ্গে কুষ্টিয়া জুড়ে বিএনপি নেতাকর্মীদের মধ্যে নতুন প্রাণচাঞ্চল্য ও উৎসাহের সঞ্চার হয়েছে। দীর্ঘদিন পর পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা ঘোষণায় জেলার রাজনীতিতে নির্বাচনী আমেজ সৃষ্টি হয়েছে।
দলীয় সূত্র জানায়, এবার বিএনপি নির্বাচনে “সংগঠিত ও ঐক্যবদ্ধ প্রচারণা”-এর ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে। স্থানীয় পর্যায়ে সমন্বয় কমিটি গঠন, ভোটার সংযোগ বৃদ্ধি ও প্রচার উপকরণ তৈরির কাজ দ্রুত শুরু হবে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, কুষ্টিয়া ঐতিহ্যগতভাবে রাজনৈতিকভাবে সচেতন একটি জেলা, যেখানে বিএনপির শক্ত অবস্থান রয়েছে। বিশেষ করে কুষ্টিয়া-২ ও কুষ্টিয়া-৩ আসনে এবার লড়াই হবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। নতুন প্রার্থীদের অংশগ্রহণ বিএনপির জন্য নতুন উদ্দীপনার সূচনা করতে পারে বলেও তারা মনে করছেন।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি