
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বর্তমানে চিকিৎসা নিচ্ছেন এবং তিনি চিকিৎসা গ্রহণ করতে সক্ষম হচ্ছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে রাজধানীর বসুন্ধরায় এভারকেয়ার হাসপাতালের মূল ফটকের সামনে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা জানান।
ডা. জাহিদ বলেন, “ডাক্তাররা যে চিকিৎসা দিচ্ছেন, সেগুলো তিনি গ্রহণ করতে পারছেন। দেশবাসীর দোয়ার কারণেই আমরা আশা করছি তিনি সুস্থ হয়ে উঠবেন। বিদেশে নেওয়ার প্রয়োজন আছে কি না—এ বিষয়ে মেডিকেল বোর্ডের পরামর্শ ছাড়া কোনো সিদ্ধান্ত সম্ভব নয়।”
তিনি গুজব না ছড়ানোর আহ্বান জানিয়ে দেশবাসীর কাছে দোয়া কামনা করেন।
এদিকে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মঙ্গলবার সকালে তার অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টে বলেন, “দেশবাসীর সম্মিলিত সমর্থনই আমাদের পরিবারের শক্তি ও প্রেরণার উৎস।”
তিনি বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে খালেদা জিয়ার সুস্থতার জন্য শুভেচ্ছা ও সহযোগিতায় কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারেক রহমান আরও লেখেন, “বিভিন্ন দেশের নেতা, কূটনীতিক, বন্ধুপ্রতিম রাষ্ট্র এবং বাংলাদেশের মানুষের দোয়া আমাদের গভীরভাবে স্পর্শ করছে। আমরা মমতাময়ী নেত্রীর দ্রুত আরোগ্যের জন্য নিরন্তর প্রার্থনা করছি।”
চিকিৎসার বর্তমান অবস্থা/
৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস ও কিডনির জটিলতাসহ নানা শারীরিক সমস্যায় ভুগছেন। ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠান শেষে বাসায় ফেরার পর তিনি অসুস্থ হয়ে পড়েন এবং শ্বাসকষ্ট বেড়ে যায়। পরে ২৩ নভেম্বর তাকে জরুরি ভিত্তিতে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকেরা জানান, তিনি নিউমোনিয়ায় আক্রান্ত এবং সঙ্গে আরও বেশ কিছু জটিলতা রয়েছে।
গত কয়েক দিনে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে প্রথমে এইচডিইউতে এবং পরে রোববার ভোরে আইসিইউতে স্থানান্তর করা হয়। বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান সাংবাদিকদের বলেন, “ম্যাডাম খুব ক্রিটিক্যাল কন্ডিশনে আছেন। জাতির কাছে দোয়া চাই।”
পরিবারের বার্তা/
ডা. জাহিদ জানান, তারেক রহমান সার্বক্ষণিকভাবে চিকিৎসার সার্বিক তদারকি করছেন। সরকার, প্রধান উপদেষ্টা এবং হাসপাতাল কর্তৃপক্ষও প্রয়োজনীয় সহায়তা দিচ্ছেন বলে তিনি জানান।
তিনি আবারও গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, “সবার দোয়া ও সহযোগিতায় আমরা আশা করি বেগম জিয়া সুস্থ হয়ে ফিরবেন।”
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি