
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
রমজানকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যসহ বিভিন্ন খাতে আমদানি বাড়ায় চলতি ২০২৫–২৬ অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই–অক্টোবর) দেশের বাণিজ্য ঘাটতি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশ ব্যাংকের ব্যালান্স অব পেমেন্টসের (বিওপি) সর্বশেষ তথ্য অনুযায়ী, এই সময়ে বাণিজ্য ঘাটতি দাঁড়িয়েছে ৭.৫ বিলিয়ন ডলার, যা মাত্র এক মাসে প্রায় ২ বিলিয়ন ডলার বেড়েছে। সেপ্টেম্বর পর্যন্ত এ ঘাটতির পরিমাণ ছিল ৫.৭ বিলিয়ন ডলার।
ব্যালান্স অব পেমেন্টসের গুরুত্বপূর্ণ সূচক বাণিজ্য ভারসাম্যে মূলত আমদানি ও রপ্তানির ব্যবধান প্রতিফলিত হয়। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, জুলাই–অক্টোবর সময়ে দেশের মোট আমদানি হয়েছে ২২.১১ বিলিয়ন ডলার, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ৫.৫ শতাংশ বেশি। বিপরীতে এ সময়ে রপ্তানির পরিমাণ ছিল ১৪.৫ বিলিয়ন ডলার। এই বড় ব্যবধানই বাণিজ্য ঘাটতিকে আরও প্রসারিত করেছে।
গত এক বছরের অধিকাংশ সময় মাসিক আমদানি ৫ বিলিয়ন ডলারের নিচে সীমিত থাকলেও, অক্টোবর মাসে তা বেড়ে প্রায় ৫.৩ বিলিয়ন ডলারে পৌঁছেছে। বাংলাদেশ ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, এ সময়ে পেট্রোলিয়াম ও সারের আমদানি বাড়ার পাশাপাশি রমজানকে সামনে রেখে খাদ্যপণ্য আমদানিও বৃদ্ধি পেয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, রমজানে চাহিদা বেশি থাকে এমন পণ্য—সয়াবিন তেল, চিনি, মসুর ডাল, ছোলা, মটর ডাল ও খেজুর—আমদানির জন্য সেপ্টেম্বর ও অক্টোবরে ঋণপত্র (এলসি) খোলার হার বেড়েছে। পরিসংখ্যানে দেখা যায়, গত বছরের একই সময়ের তুলনায় সয়াবিন তেল আমদানি বেড়েছে ৩৬ শতাংশ, চিনি ১১ শতাংশ, মসুর ডাল ৮৭ শতাংশ, ছোলা ২৭ শতাংশ, মটর ডাল ২৯৪ শতাংশ এবং খেজুর ২৩১ শতাংশ। একই সঙ্গে জ্বালানি তেল ও সারের আমদানি বেড়েছে যথাক্রমে ৫০ শতাংশ ও ২৫ শতাংশ।
বাণিজ্য ঘাটতি বৃদ্ধির প্রভাব পড়েছে ব্যালান্স অব পেমেন্টসের চলতি হিসাবেও। জুলাই–অক্টোবর সময়ে দেশের চলতি হিসাবে ঘাটতি দাঁড়িয়েছে ৭৪৯ মিলিয়ন ডলার, যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ৬৪০ মিলিয়ন ডলার। বিশ্লেষকদের মতে, রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক প্রবৃদ্ধি থাকলেও বাড়তি আমদানি ব্যয়ের কারণে চলতি হিসাব এখনো ঋণাত্মক রয়েছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্যে আরও দেখা যায়, এই চার মাসে প্রবাসী আয় বেড়ে দাঁড়িয়েছে ১০.১ বিলিয়ন ডলার, যেখানে গত বছরের একই সময়ে তা ছিল ৮.৯ বিলিয়ন ডলার। তবে রেমিট্যান্স এক বিলিয়ন ডলারের বেশি বাড়লেও বাণিজ্য ঘাটতি বৃদ্ধির কারণে চলতি হিসাব ঘাটতিতে রয়ে গেছে।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি