
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়ায় সিনিয়র জেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে অফিস ভবনের একটি কক্ষে আগুন লাগে বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্টরা।
দ্রুতই আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
ঘটনার পর সকাল সাড়ে ৯টার দিকে জেলা প্রশাসক ইকবাল হোসেন নির্বাচন অফিসে উপস্থিত হন। পরে সকাল ১০টার দিকে তিনি সেখানে দায়িত্বরত কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন।
কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের দাবি, ভবনের পেছনের দিকের একটি জানালা দিয়ে আগুন দেওয়া হয়েছে। নিরাপত্তারক্ষী রাজ্জাক জানান, ঘটনার সময় তিনি ভবনের দ্বিতীয় তলায় ছিলেন। ধোঁয়া ও আগুনের গন্ধ পেয়ে নিচে নেমে আগুনের বিষয়টি প্রথমে নজরে আসে।
জেলা নির্বাচন অফিসের হিসাবরক্ষক মো. আসাদুজ্জামান জানান, যে কক্ষে আগুন লাগানো হয়েছে সেটি সদর উপজেলা নির্বাচন অফিসের স্টোর রুম। সেখানে কুষ্টিয়া-৩ আসনের ভোটারদের গুরুত্বপূর্ণ তথ্য সংরক্ষিত ছিল।
কুষ্টিয়ার পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। জেলা প্রশাসকও বিষয়টি দেখেছেন। স্টোর রুমে আগুন লাগার ঘটনা কীভাবে ঘটেছে এবং এর সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।
তিনি জানান, অগ্নিতে গুরুত্বপূর্ণ কোন নথির ক্ষতি হয়নি।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি