
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার যাত্রী ছাউনি এলাকায় শুক্রবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এক ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন। দুর্ঘটনাস্থল লালনশাহ সেতু সংলগ্ন এলাকায় ঘটে।
নিহতরা হলেন—মিরপুরের সিয়াম হোসেন (১৭) ও আব্দুর রশীদ (১৮)।
ভেড়ামারা থানা পুলিশ ও স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, মোটরসাইকেলটি ট্রাকের ধাক্কায় দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই সিয়াম হোসেনের মৃত্যু হয়। আহত আব্দুর রশীদকে স্থানীয়রা দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তারও মৃত্যু হয়।
ভেড়ামারা থানার ওসি জাহেদুর রহমান জানান, ট্রাকের চাপায় একজন ঘটনাস্থলেই এবং আর একজন হাসপাতালে মারা গেছে। পুলিশ আহত ট্রাকটিকে আটক করেছে। নিহতদের মরদেহ উদ্ধার করে কুষ্টিয়ার ২৫০ শয্যার হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি