
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
যশোরে টানা দ্বিতীয় দিনের মতো দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। শনিবার (২৭ ডিসেম্বর) সকাল ৬টায় এ জেলার তাপমাত্রা ছিল ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আগের দিন একই সময়ে তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৯ ডিগ্রি সেলসিয়াস।
দু’দিন ধরে সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করায় যশোরসহ আশপাশের এলাকায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। দিনের মধ্যভাগে অল্প সময়ের জন্য সূর্যের দেখা মিললেও ঘন কুয়াশা ও শৈত্যপ্রবাহের প্রভাব পুরোপুরি কাটছে না। এতে করে দিনমজুররা কাজে বের হতে পারছেন না, আর কৃষকেরাও দেরিতে মাঠে যাচ্ছেন।
শীতের তীব্রতা বাড়ায় জেলার হাসপাতালগুলোতে ঠাণ্ডাজনিত রোগীর সংখ্যাও বেড়েছে। জ্বর, সর্দি-কাশি ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে চিকিৎসা নিতে আসছেন অনেকেই। আক্রান্তদের মধ্যে শিশু ও বয়স্কদের সংখ্যাই বেশি।
এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে, তবে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পাশাপাশি কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার কারণে দেশের বিভিন্ন অঞ্চলে ঠাণ্ডার অনুভূতি অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি