
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়ার মিরপুরে রানা আহম্মেদ (৩৫) নামের এক রাজমিস্ত্রীর মরদেহ শ্বশুরবাড়ির উঠান থেকে পুলিশ উদ্ধার করেছে।
মরদেহটি মালিহাদ ইউনিয়নের জোয়াদ্দার পাড়া থেকে বুধবার (৩১ ডিসেম্বর) সকালেই উদ্ধার করা হয়। পরে লাশ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।
নিহত রানা আহম্মেদ চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার কেশবপুর গ্রামের আব্দুল্লাহ মালিথার ছেলে। স্থানীয়রা জানান, তিনি জোয়াদ্দার পাড়ার বাসিন্দা আসান আলীর জামাই এবং দীর্ঘদিন ধরে শ্বশুরবাড়িতে ঘরজামাই হিসেবে বসবাস করছিলেন। ঘটনার পর শ্বশুরবাড়ির অন্যান্য সদস্যরা পলাতক রয়েছেন।
মিরপুর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আব্দুল আজিজ বলেন, “মঙ্গলবার রাতে স্থানীয়রা রানা আহম্মেদের মরদেহ শ্বশুরবাড়ির উঠানে পড়ে থাকতে দেখেন এবং পুলিশকে খবর দেন। পুলিশ বুধবার সকালে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।”
তিনি আরও বলেন, “মরদেহের বাম চোখে রক্তের চিহ্ন রয়েছে। তাই ধারণা করা হচ্ছে, পারিবারিক কলোহের জেরে এই ঘটনা ঘটতে পারে।”
শুভব্রত আমান, কুষ্টিয়া
31/12/2025
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি