
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
ঘন কুয়াশার কারণে প্রায় সাত ঘণ্টা বন্ধ থাকার পর দেশের দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের গুরুত্বপূর্ণ নৌরুট পাটুরিয়া–দৌলতদিয়ায় ফেরি চলাচল পুনরায় স্বাভাবিক হয়েছে।
বিআইডব্লিউটিসি আরিচা এরিয়া অফিসের সহকারী মহাব্যবস্থাপক আব্দুস সালাম জানান, শুক্রবার (২ জানুয়ারি) সকাল ১০টায় ফেরি চলাচল স্বাভাবিকভাবে শুরু হয়। এর আগে বৃহস্পতিবার রাত ৩টার দিকে কুয়াশার তীব্রতা বেড়ে যাওয়ায় নিরাপত্তার কারণে সমস্ত ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল।
পাটুরিয়া প্রান্তে রো-রো ফেরি বিএস ডা. গোলাম মাওলা এবং ভাষাশহীদ বরকত ৩ নম্বর ঘাটে নোঙর করে রাখা হয়েছিল। ৪ নম্বর ঘাটে নোঙর করেছিল শাহ পরান ও এনায়েতপুরী।
দৌলতদিয়া প্রান্তের ৭ নম্বর ঘাটে নোঙর করেছিল রো-রো ফেরি বীরশ্রেষ্ঠ রুহুল আমিন, শাহ মখদুম এবং ইউটিলিটি ফেরি হাসনাহেনা। এছাড়া মাঝ পদ্মায় দৌলতদিয়াগামী যানবাহন ও যাত্রী বহনকারী রো-রো ফেরি কেরামত আলী ও বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরও ঘন কুয়াশার কারণে নোঙর করতে বাধ্য হয়।
বিআইডব্লিউটিসি সূত্র জানায়, কুয়াশার ঘনত্ব এতটাই ছিল যে ফেরির ব্রিজ থেকে আশপাশের কোনো নৌযান বা তীরভূমি দেখা যাচ্ছিল না। যাত্রী ও যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করার জন্য ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল।
ফেরি চলাচল বন্ধ থাকায় পাটুরিয়া ও দৌলতদিয়া ঘাটে পণ্যবাহী ট্রাক, দূরপাল্লার বাসসহ বিভিন্ন যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়, যা যাত্রী ও পরিবহণ শ্রমিকদের জন্য ভোগান্তি তৈরি করে।
ফেরি চলাচল স্বাভাবিক হওয়ায় দীর্ঘ সময় অপেক্ষা করা যাত্রী ও পরিবহণ সংশ্লিষ্টদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি