
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
চুয়াডাঙ্গা, ৬ জানুয়ারি: সারাদেশে শীতের তীব্রতা বেড়েই চলেছে। চুয়াডাঙ্গায় মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল ছয়টায় চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭.৫ ডিগ্রি সেলসিয়াস। দিনভর ঘন কুয়াশার কারণে যানবাহনও হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে।
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের সিনিয়র পর্যবেক্ষক জাহিদুল ইসলাম জানান, গত কয়েকদিন ধরে জেলায় মৃদু শৈত্যপ্রবাহ বিরাজ করছিল। তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছিল। মঙ্গলবার সকালে একদিনের ব্যবধানে তাপমাত্রা ১.৭ ডিগ্রি কমে ৭.৫ ডিগ্রিতে নেমে আসায় মাঝারি শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৩ শতাংশ।
তিনি আরও বলেন, হিম শীতল বাতাস এবং ঘন কুয়াশার কারণে শীতের তীব্রতা অনেক বেশি অনুভূত হচ্ছে। বিশেষ করে খেটে খাওয়া ও ছিন্নমূল মানুষ এ সময় সবচেয়ে বেশি দুর্ভোগের মধ্যে আছেন।
স্থানীয়রা জানিয়েছেন, গরম কাপড় পরেও শরীর গরম রাখা কঠিন হচ্ছে। পথচারী মঙ্গল মিয়া বলেন, “সন্ধ্যার পর থেকেই প্রচণ্ড শীত অনুভূত হচ্ছে। ঘরে থাকুন বা বাইরে বের হন, শীত সমানভাবে কাঁপাচ্ছে।” ভ্যানচালক রশিদ মোল্লা বলেন, “একাধিক শীতের কাপড় পরেও শরীর গরম রাখা যাচ্ছে না। শরীরের কোনো অংশ খোলা থাকলেই শীত তীব্র।”
শিক্ষার্থী আব্দুল হালিম জানান, “সকালে পানিতে হাত দেওয়াই কষ্টকর হয়ে পড়েছে। বরফের মতো ঠান্ডা পানিতে পড়াশোনার জন্য বাইরে যাওয়া কঠিন হয়ে যাচ্ছে।”
শীতের কারণে চুয়াডাঙ্গা সদর হাসপাতালসহ বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা বাড়তে শুরু করেছে। বিশেষ করে শিশুদের মধ্যে ডায়রিয়ার প্রকোপ বেশি দেখা যাচ্ছে।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি