
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
পাবনার ভাঙ্গুড়ায় ভোক্তা স্বাস্থ্যঝুঁকি প্রতিরোধে স্থানীয়দের সচেতনতা ও প্রশাসনিক তৎপরতার ফলে বিপুল পরিমাণ ভেজাল মধু জব্দ করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে খানমরিচ ইউনিয়নের দুধবাড়িয়া গ্রাম থেকে প্রায় ৫১ মণ ভেজাল মধু উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৮ লাখ টাকা।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল পৌনে ১১টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এর আগে ভেজাল মধু সন্দেহে স্থানীয় বাসিন্দারা চারটি সিএনজিচালিত অটোরিকশায় বহন করা ৪১টি ড্রাম আটকে রাখেন এবং উপজেলা প্রশাসনকে বিষয়টি জানান।
ভ্রাম্যমাণ আদালত ও স্থানীয় সূত্র জানায়, সোমবার গভীর রাতে চিনি জ্বালিয়ে ও চা পাতাসহ বিভিন্ন উপকরণ ব্যবহার করে তৈরি করা মধু গোপনে পরিবহন করা হচ্ছিল। দুধবাড়িয়া এলাকায় পৌঁছানোর সময় স্থানীয়দের সন্দেহ হলে তারা ড্রামগুলো জব্দ করেন। পরদিন সকালে প্রশাসন ঘটনাস্থলে গিয়ে পরীক্ষা-নিরীক্ষা করে মধুতে ভেজালের প্রমাণ পায়।
এদিকে, জানা যায়, এ মধুর একটি অংশ পাবনা থেকে নদী পথে কুষ্টিয়ার দিকে আনার পরিকল্পনা ছিল। এ উদ্দেশ্যে দুটি ট্রলার ভড়া করেছিল ঐ চক্রটি। ট্রলার কুষ্টিয়ার হরিপুর এলাকায় বলে জানা গেছে। তবে মধু ধরা পড়ার সংবাদে ট্রলার মালিক দ্রুত গা ঢাকা দিয়েছেন।
স্থানীয়দের অভিযোগ, একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে ভেজাল মধু উৎপাদন ও সরবরাহ করে আসছে। বড়পুকুরিয়া গ্রামের কয়েকজন ব্যক্তি—রমজান, জাইদুল, মোস্তফা, সোহাগ, আম্বিয়া ও গোলাম রসুলসহ আরও কয়েকজন এ কাজে জড়িত বলে দাবি করা হয়। স্থানীয়রা জানান, অতীতে একই অভিযোগে রমজানসহ কয়েকজন কারাগারেও গিয়েছিলেন।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান বলেন, প্রতিটি ড্রামে ৫০ কেজি করে মোট প্রায় ২ হাজার ৫০ কেজি ভেজাল মধু পাওয়া গেছে। এসব মধু খোলা মাঠে নষ্ট করা হয়েছে এবং জব্দকৃত ড্রামগুলো এতিমখানায় হস্তান্তর করা হয়েছে।
জড়িতদের বিষয়ে তিনি বলেন, অভিযানের সময় কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। তবে স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে তদন্ত করা হচ্ছে। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি