
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
আপিল বিভাগ জানিয়েছে, সীমানা পুনর্নির্ধারণ করে নির্বাচন কমিশনের (ইসি) জারি করা গেজেটের ভিত্তিতে আগামী ১২ ফেব্রুয়ারি পাবনা-১ ও পাবনা-২ আসনে নির্বাচন করা যেতে বাধা নেই। অর্থাৎ, সাথিয়া উপজেলা পাবনা-১ এবং সুজানগর ও বেড়া মিলিয়ে পাবনা-২ আসন গণ্য হবে।
পাবনা-১ আসন থেকে বেড়া উপজেলার চারটি ইউনিয়ন ও পৌরসভা বাদ দিয়ে পাবনা-২ আসনের সঙ্গে জুড়ে দেওয়ার সংক্রান্ত ইসির গেজেটকে অবৈধ ঘোষণা করার রায় স্থগিত করেছেন আপিল বিভাগ। এই আদেশ দেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন বেঞ্চ।
ইসির পক্ষে: ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল আরশাদুর রউফ এবং অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক।
জামায়াতের প্রার্থীর পক্ষে: ব্যারিস্টার ইমরান আবদুল্লাহ সিদ্দিকী।
বিএনপির প্রার্থীর পক্ষে: ব্যারিস্টার এইচ এম সানজিদ সিদ্দিকী।
ঘটনার পটভূমি/
গত ৫ জানুয়ারি, পাবনা-১ ও ২ আসনের সীমানা পুনর্নির্ধারণ করে ২৪ ডিসেম্বরের ইসির গেজেট স্থগিত করেছিলেন আপিল বিভাগ। এ সংক্রান্ত হাইকোর্টের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিলের শুনানি শেষ না হওয়া পর্যন্ত এই স্থগিতাদেশ জারি থাকে।
এর আগে, ১৩ জানুয়ারি, জামায়াতে ইসলামের প্রার্থী ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন ইসির সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেন। তিনি পাবনা-১ ও ২ আসনে যথাসময়ে নির্বাচন ও নির্বাচনী কার্যক্রম শুরুর নির্দেশনা চেয়ে আবেদন করেন।
পরবর্তীতে, ১৪ জানুয়ারি, পাবনা-১ আসন থেকে বেড়া উপজেলার চারটি ইউনিয়ন ও পৌরসভা বাদ দিয়ে পাবনা-২ আসনের সঙ্গে জুড়ে দেওয়ার ইসির গেজেট হাইকোর্টে অবৈধ ঘোষণা করা হয়। এরপর লিভ টু আপিলের শুনানির জন্য ১৫ জানুয়ারি দিন ধার্য করা হয়।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি