
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
দুই দিনের অচলাবস্থার অবসান ঘটিয়ে আবার মাঠে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মধ্যে ধারাবাহিক আলোচনা ও সমঝোতার পর আগামীকাল থেকে পুনরায় শুরু হচ্ছে বিপিএল ২০২৬। বৃহস্পতিবার স্থগিত হওয়া ম্যাচগুলো নতুন সূচি অনুযায়ী শুক্রবার অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছে বিসিবি।
বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের এক মন্তব্যকে কেন্দ্র করে সৃষ্ট সংকটে বৃহস্পতিবার বিপিএলের নির্ধারিত দুটি ম্যাচ মাঠে গড়ায়নি। ক্রিকেটাররা বয়কট কর্মসূচি কার্যকর করায় দিনের খেলা স্থগিত করতে বাধ্য হয় বোর্ড। তবে রাতে বিসিবির সঙ্গে বৈঠকের পর কোয়াব ক্রিকেটে ফেরার সিদ্ধান্ত নেয়।
কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন জানান, বিতর্কিত মন্তব্যটি তারা কোনোভাবেই গ্রহণযোগ্য মনে করেন না। তবে ক্রিকেটের বৃহত্তর স্বার্থে এবং ভবিষ্যৎ সূচির কথা বিবেচনায় রেখে বোর্ডের সঙ্গে ‘হেলদি ডিসকাশন’-এর মাধ্যমে একটি বাস্তবসম্মত সমাধানে পৌঁছানো সম্ভব হয়েছে।
মিঠুন বলেন, বোর্ড তাদের দাবিগুলো প্রক্রিয়াগতভাবে দ্রুত এগিয়ে নেওয়ার আশ্বাস দিয়েছে। সেই প্রতিশ্রুতির ভিত্তিতেই ক্রিকেটাররা শুক্রবার থেকে আবার মাঠে নামার সিদ্ধান্ত নিয়েছেন।
এই সমঝোতার পরপরই বিপিএলের সংশোধিত সূচি প্রকাশ করে বিসিবি। বোর্ডের বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৫ জানুয়ারি নির্ধারিত ম্যাচগুলো এখন অনুষ্ঠিত হবে ১৬ জানুয়ারি। ১৬ ও ১৭ জানুয়ারির ম্যাচ এক দিন করে পিছিয়ে যথাক্রমে ১৭ ও ১৮ জানুয়ারি অনুষ্ঠিত হবে। এছাড়া, ১৯ জানুয়ারির এলিমিনেটর ও কোয়ালিফায়ার-১ ম্যাচ এক দিন পিছিয়ে ২০ জানুয়ারি অনুষ্ঠিত হবে।
এর আগে কোয়াব এক বিবৃতিতে জানিয়েছিল, নারী জাতীয় দলের বিশ্বকাপ বাছাইপর্ব, পুরুষ জাতীয় দলের সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সূচি বিবেচনায় নিয়ে তারা খেলা বন্ধ রাখার সিদ্ধান্ত থেকে সরে এসেছে। একই সঙ্গে এম নাজমুল ইসলামকে বিসিবির অর্থ কমিটি থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে তার প্রকাশ্য ক্ষমা প্রত্যাশা করা হয়।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি