
নেতাকর্মীদের মধ্যে গভীর শোকের ছায়া, গভীর শোক ও সমবেদনা
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
চিকিৎসকদের প্রাথমিক ধারণা অনুযায়ী, তিনি হৃদ্রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করে থাকতে পারেন। তবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানতে প্রয়োজনীয় প্রক্রিয়া চলমান রয়েছে। তার আকস্মিক মৃত্যুতে কুষ্টিয়া জেলা জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী মুফতি আমির হামজাকে হত্যার হুমকির প্রতিবাদে চলছিল বিক্ষোভ সমাবেশ। এ সময় বক্তৃতা দিতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে মারা গেছেন জেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা আবুল হাশেম। তাৎক্ষণিকভাবে উপস্থিত নেতাকর্মীরা তাকে উদ্ধার করে ডা. মান্নান হার্ট অ্যান্ড জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সোমবার (১৯ জানুয়ারি) বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে। হাসপাতালের চিকিৎসক আব্দুল মোমিন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। মাওলানা আবুল হাশেম পোড়াদহ ডিগ্রি কলেজের শিক্ষক ছিলেন। ঘটনার পর বিক্ষোভ সমাবেশটি স্থগিত ঘোষণা করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বক্তব্যের একপর্যায়ে তিনি হঠাৎ অসুস্থ বোধ করেন এবং মুহূর্তের মধ্যেই মঞ্চে পড়ে যান। এ সময় উপস্থিত নেতাকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চিকিৎসকদের প্রাথমিক ধারণা অনুযায়ী, তিনি হৃদ্রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করে থাকতে পারেন। তবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানতে প্রয়োজনীয় প্রক্রিয়া চলমান রয়েছে।
তার আকস্মিক মৃত্যুতে কুষ্টিয়া জেলা জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
দলীয় সূত্র জানায়, আবুল হাশেম দীর্ঘদিন ধরে সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন এবং সাংগঠনিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছিলেন। এ ঘটনায় রাজনৈতিক অঙ্গনে শোকের প্রতিক্রিয়া দেখা গেছে। বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি