October 30, 2020, 6:40 am

কুষ্টিয়ায় আইসোলেশনে থাকা সেই শিশু করোনা আক্রান্ত নয়

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক: কুষ্টিয়ায় আইসোলেশনে থাকা সেই শিশু করোনা আক্রান্ত নয়। এ তথ্য নিশ্চিত করে জেলার সিভিল সার্জন জানান, নমুনা পরীক্ষার ফলাফল আইইডিসিআর থেকে আজকে আমাদের হাতে এসেছে।

রিপোর্টে জানা গেছে ওই শিশুর দেহে করোনা ভাইরাস এর অস্তিত্ব নেই। এছাড়াও একই সাথে কুষ্টিয়ার মিরপুর উপজেলার এক যুবকের নমুনা পরীক্ষার ফলাফলও হাতে এসেছে। সেও করোনা ভাইরাস আক্রান্ত নয়।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) তাপস কুমার সরকার দৈনিক কুষ্টিয়াকে বলেন, সাত মাসের শিশুকে আইসোলেশন রেখে চিকিৎসা দেয়া হয়। গতকালই ওই শিশু সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠে। শুধুমাত্র নমুনা পরীক্ষার রেজাল্টের জন্য তাকে ছুটি দেয়া হয়নি। আজ নমুনা পরীক্ষার ফলাফলে করোনা আক্রান্ত না হওয়ায় দুপুরে ছুটি দেওয়া হয়েছে।

উল্লেখ্য, জ্বর, ঠান্ডা ও কাশি নিয়ে গত ২৩ মার্চ শিশুকে হাসপাতালে নিয়ে আসেন পরিবারের সদস্যরা। ভর্তির সময় জিজ্ঞাসাবাদে পরিবারের সদস্যরা তাঁদের কেউ বিদেশে থেকে আসেননি বা প্রবাসী কারও সংস্পর্শে কেউ যাননি বলে উল্লেখ করেন। তখন শিশুকে শিশু ওয়ার্ডে ভর্তি করা হয়। তাকে নিউমোনিয়ার চিকিৎসা দেওয়া হচ্ছিল। ২৬ মার্চ বৃহস্পতিবার তার অবস্থা অবনতির দিকে যায়, এবং শিশুর মধ্যে করোনা ভাইরাসের প্রায় সব ধরনের লক্ষন দেখা দেয়। ওইদিন সকালে চিকিৎসকেরা ওই পরিবারের সদস্যদের আরও জিজ্ঞাসাবাদ করেন। এসময় ওই পরিবারের এক আত্মীয় জানান, শিশুটির বাবা ৯ মার্চ সিঙ্গাপুর থেকে দেশে আসেন। তিনি পরিবারের সঙ্গে স্বাভাবিকভাবে ছিলেন। এ তথ্য জানার পর শিশুটিকে আইসোলেশনে নেওয়া হয়।

বিষয়টি আইইডিসিআরকে জানানো হয়। পরদিন আইইডিসিআর শিশুর নমুনা সংগ্রহ করে ঢাকায় নিয়ে যায়। আজ নমুনা পরীক্ষার ফলাফল কুষ্টিয়া জেনারেল হাসপাতালে এসে পৌঁছায়।

কুষ্টিয়ার জেলা প্রশাসক আসলাম হোসেন দৈনিক কুষ্টিয়াকে বলেন, কুষ্টিয়ায় এখন পর্যন্ত করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়নি।

নিউজটি শেয়ার করুন..


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
   1234
262728293031 
       
     12
31      
      1
2345678
16171819202122
23242526272829
3031     
     12
3456789
10111213141516
17181920212223
242526272829 
       
© All rights reserved © 2020 dainikkushtia.net
Design & Developed BY Anamul Rasel