September 10, 2025, 5:28 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
দেশে দাম ২৫০০, ভারতে যাচ্ছে ১৫০০ টাকা দরে ১২০০ টন ইলিশ রাজবাড়ীতে মোটরসাইকেল রেসে প্রাণ গেল দুই বন্ধুর কেরুর আধুনিকায়ন ১৩ বছরেও শেষ হয়নি, ব্যয় বেড়ে দ্বিগুণেরও বেশি একাদশে ভর্তি শুরু, জেলা পর্যায়ে নন-এপিওতে ভর্তি ফি ৩ হাজার টাকা, ক্লাস ১৫ সেপ্টেম্বর থেকে প্রাথমিকে বৃত্তি পরীক্ষা চালুর সিদ্ধান্ত, আসছে মিড-ডে মিল ইউক্রেন চুক্তি মানতে না পারলে সামরিকভাবে লক্ষ্য পূরণ করবে রাশিয়া: পুতিন সংকটাপন্ন অবস্থায় ফরিদা পারভীন, চিকিৎসায় সহায়তায় প্রস্তুত সংস্কৃতি মন্ত্রণালয় বিচার বিভাগের পূর্ণ নিয়ন্ত্রণ ফিরে পেলো সুপ্রিম কোর্টে বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে মাছ রপ্তানি বেড়েছে প্রায় ৫ হাজার ৫০০ টন মেহেরপুরে বিদেশি পিস্তল-গুলিসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার

আবার শুরু হচ্ছে ওএমএসে চাল বিক্রি

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক

সরকার আবার স্থগিত ১০ টাকা কেজির ওএমএসের চাল বিক্রির সিদ্ধান্ত নিয়েছে। তবে এই বিক্রয় সবার মাঝে নয়। যারা সরকারের অন্যান্য সামাজিক সুরক্ষা কর্মসূচির বাইরে আছেন, কেবল তারাই এই সুবিধা পাবেন। তালিকা করে কার্ডের ভিত্তিতে এখন তা বিক্রি করা হবে।

খাদ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেছেন এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুমোদনও দিয়েছেন।

খাদ্য মন্ত্রণালয় জানিয়েছে, এ বিষয়ে জেলা প্রশাসকদের (ওএমএস কমিটির সভাপতি) নির্দেশনাপত্র দেওয়া হয়েছে। বুধবার (১৫ ্এপ্রিল) খাদ্য মন্ত্রণালয় থেকে দেওয়া চিঠিতে বলা হয়েছে, এর আগে যারা ভিজিডি ও খাদ্যবান্ধব কর্মসূচির তালিকাভুক্ত রয়েছেন, তাদের এই তালিকার বাইরে রেখে যাদের কোনো কার্ড নেই, এমন দরিদ্র ও নিম্নবিত্তদের নামে তালিকা করে কার্ডের মাধ্যমে ১০ টাকা কেজি দরে মাসে ২০ কেজি বা পাক্ষিক ১০ কেজি করে বিতরণ করতে হবে। এ ক্ষেত্রে করোনাভাইরাসের সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

করোনাভাইরাসের কারণে ৫ এপ্রিল থেকে ১০ টাকা কেজি দরে ওএমএসে চাল বিক্রি শুর“ হয়েছিল। তাতে দেখা যায়, এসব চাল কিনতে প্রচুর ভিড় হ”িছল। ভিড় এড়াতে গত সোমবার তা ¯’গিত করে খাদ্য মন্ত্রণালয়। যা এখন আবার চালু হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net