December 6, 2024, 11:51 pm
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের অভিযানে ১১৫ ুপচ সহ দু’জনকে আটক করেছে আজ (৪ জুলাই)।
আটকরা হলো জেলার দৌলতপুর উপজেলার টুটুল হোসেন (২২), পিতা-হয়রত আলী গ্রাম পিপুল বাড়ীয়া ও তৌফিক রানা সিয়াম (২০), পিতা-মাসুদ রানা, গ্রাম ছিলিমপুর।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ত্যথ্যের ভিত্তিতে র্যাবের একটি দল দুপর ১২টার দিকে মিরপুর উপজেলার কাতলামারী বাজারে জান্নাত কনফেকশনারী দোকানের সামনে থেকে ঐ দুজনকে আটক করে। তাদের কাছ থেকে ১১৫ পিচ ইয়াবা, ৩টি মোবাইল ও ৪টি সিমকার্ড, ৩৫০ টাকা ও একটি মোটরসাইকল উদ্ধার করে। পরবর্তীতে তাদের বিরুদ্ধে কুষ্টিয়া মিরপুর থানায় একটি মাদক মামলা দায়ের করে মিরপুর থানায় সোপর্দ করা হয়।
Leave a Reply