December 5, 2024, 11:11 pm
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়ায় একটি পুরো পুলিশ ক্যম্প লকডাউন করে দেয়া হয়ছে। এটি হলো দৌলতপুর উপজেলার খলিসাকুন্ডি পুলিশ ক্যম্প।
পুলিশ সুত্র জানায় ক্যম্পের ১২ সদস্যের মধ্যে ছয় জন করোনা আক্রান্ত হবার পর লকডাউন করা হয়।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান জানান ওই পুলিশ ক্যম্পটিতে সকল কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।
ওসি জানান ওই পুলিশ ক্যাম্পে মোট ১৩ জন পুলিশ সদস্য কর্তব্যরত। এক জন ছুটিতে আছেন। গত শনিবার কুষ্টিয়া পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় এক পুলিশ সদস্যের করোনা শনাক্ত হয়। পরে সেখানে আরো একজনের করোনা উপসর্গ দেখা দিলে রোববার ওই ক্যাম্পের সকল সদস্যের করোনা পরীক্ষা করা হয়। সোমবার রাতে ইনর্চাজ এসিসট্যান্ট সাব ইন্সপেক্টর খোরশেদ আলমসহ আরও পাঁচ পুলিশ সদস্যের করোনা শনাক্ত হয়। রাতেই ওই পুলিশ ক্যম্প লকডাউন করে সকল সদস্যকে কুষ্টিয়া পুলিশ লাইনে আনা হয়। সেখানে সবাই চিকিৎসাধীন রয়েছেন।
কুষ্টিয়া জেলায় বহিরাগত বাদে এখন পর্যন্ত ৭৮৯ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে।
Leave a Reply