March 17, 2025, 1:28 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়ায় বৈষম্যবিরোধী ও এনসিপি নেতাকর্মীদের ওপর দফায় দফায় হামলা, আহত ১৫ আজ বঙ্গবন্ধুর জন্মদিন মৌসুমের প্রথম মৃদু তাপপ্রবাহ ১২ জেলায়, মধ্য মার্চে এমনটা কিছুটা অস্বাভাবিক আবরার হত্যা/২০ জনের মৃত্যুদন্ড, ৫ জনের যাবজ্জীবন বহাল যুগেরও বেশী সময়ের ধারাবাহিকতা ধরে রেখে এবারও ফরিদপুরে পেঁয়াজ বীজের বাম্পার ফলন মাগুরায় আছিয়ার পরিবারকে ‘পাকা বাড়ি’ করে দিবে জামায়াত বড়দের সঙ্গে পাঙ্গা নেওয়া যাবে না, ইউক্রেনকে ট্রাম্প মধ্য মৌসুমেই পড়তে থাকে দাম/ উৎপাদিত সবজির দামে শুরু থেকে শেষ পর্যন্ত খরচ উঠছে না প্রান্তিক কৃষকদের প্রফেসর আরেফিন সিদ্দিক আর নেই নির্মম ধর্ষণের শিকার মাগুরার সেই শিশুটি না ফেরার দেশে

আগামীকাল জেলা ক্রীড়া সংস্থার নির্বাচন, এগিয়ে অনুপ নন্দী প্যানেল

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
আগামীকাল ৫ সেপ্টেম্বর নির্বাচন হতে যাচ্ছে কুষ্টিয়া জেলা ক্রীড়া সংস্থার ২০২০-২০২৪ কমিটির। ৪ বছর মেয়াদী এ নির্বাচনের ভোট ৭০ জন ভোটার সরাসরি ব্যালটের মাধ্যমে ভোট দেবেন।
সংস্থার কার্যনির্বাহী পরিষদের পদ রয়েছে ৩১ টি। পদাধিকার বলে কুষ্টিয়ার জেলা প্রশাসক সভাপতি, কুষ্টিয়ার পুলিশ সুপার ও কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সহ-সভাপতি এবং কুষ্টিয়া জেলা ক্রীড়া অফিসার সদস্য হিসেবে দায়িত্ব পালন করে থাকেন। এ কারণে ২৭টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। এবছর ২৭টি পদের বিপরীতে দু’টি প্যানেলে বিভক্ত হয়ে ৩৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন।
কুষ্টিয়া জেলা ক্রীড়া উন্নয়ন পরিষদ নামে এ্যাড. অনুপ কুমার নন্দীর নেতৃত্বাধীন প্যানেল ২৭টি পদেই প্রার্থী দিয়েছে। অপর দিকে মোঃ আমজাদ আলী খাঁনের নেতৃত্বাধীন প্যানেল মাত্র ৯টি পদে প্রতিদ্বন্দ্বীতা করছে।
এদিকে ভোটের ক্যালকুলেশনে বিজয় নিয়ে খুব বেশী ভিন্নমত দেননি ওয়াকিবহাল মহল। তাদের বিশ্লেষণানুযায়ী জয়ের পাল্লায় ইতোমধ্যে এগিয়ে আছেন অনুপ নন্দীর নেতৃত্বাধীন প্যানেল। এই প্যানেল থেকে ইতোমধ্যে সহ-সভাপতি প্রার্থী জহুরুল হক চৌধুরী রনজু, আলী হাসান মন্টা, মোঃ মকবুল হোসেন লাবলু ও সেখ সুলতান আহমেদ, যুগ্ম-সম্পাদক প্রার্থী মোঃ পারভেজ আনোয়ার তনু ও খন্দঃ সাদাত-উল আনাম পলাশ এবং কোষাধ্যক্ষ প্রার্থী মোঃ লিয়াকত আলী খান বিনা-প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন।
অপর দিকে আমজাদ আলী খানের নেতৃত্বে গঠিতও প্যানেলও এখনও মাঠে রয়েছে। যাচ্ছেন ভোটারের দ্বারে দ্বারে।
এ্যাড. অনুপ কুমার নন্দীর নেতৃত্বাধীন প্যানেলে প্রার্থী হয়েছেন সহ-সভাপতি পদে জহুরুল হক চৌধুরী রনজু, আলী হাসান মন্টা, মোঃ মকবুল হোসেন লাবলু ও সেখ সুলতান আহমেদ। সাধারণ সম্পাদক পদে এ্যাড. অনুপ কুমার নন্দী। অতিরিক্ত সাধারণ সম্পাদক পদে এ্যাড. মোসাদ্দেক আলী মনি। যুগ্ম-সম্পাদক পদে মোঃ পারভেজ আনোয়ার তনু ও খন্দঃ সাদাত-উল আনাম পলাশ। কোষাধ্যক্ষ পদে মোঃ লিয়াকত আলী খান। নির্বাহী সদস্য পদে যথাক্রমেÑ মোঃ সামসুদ্দিন বিশ্বাস সামু, কাইয়ুম নাজার, খোকন সিরাজুল ইসলাম, মোঃ আনিসুর রহমান আনিস, স্বপন কুমার সাহা শংকর, মোঃ হাবিবুর রহমান বাপ্পি, মীর আয়ুব হোসেন, মোঃ রাশিদুজ্জামান খান (টুটুল), সাব্বির মোঃ কাদেরী সবু, আলমগীর কবির হেলাল, মোঃ আতাউর রহমান (মিঠু), মোঃ জাহাঙ্গীর আলম, কাজী এমদাদুল বাশার রিপন ও শেখ কৌশিক আহমেদ। সংরক্ষিত মহিলা সদস্য পদে আল হামরা বেগম ও আফরোজা আক্তার ডিউ এবং সংরক্ষিত উপজেলা সদস্য পদে আলহাজ্ব মোঃ শামীমুল ইসলাম ছানা ও মোহাম্মদ আলী নিশান।
অপর দিকে মোঃ আমজাদ আলী খাঁনের নেতৃত্বাধীন প্যানেলে রয়েছেন সাধারণ সম্পাদক পদে মোঃ আমজাদ আলী খাঁন। অতিরিক্ত সাধারণ সম্পাদক পদে খন্দকার ইকবাল মাহমুদ। নির্বাহী সদস্য পদে যথাক্রমে মীর সাইফুল ইসলাম, মোঃ সাইফুল ইসলাম পান্না, কাজী সাইদুর রহমান নিশা, কাজী মিজানুর রহমান লিটন ও মোঃ হাসেম আলী। সংরক্ষিত উপজেলা সদস্য পদে মোঃ রেজাউর রহমান এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে মোছাঃ মেহেরুন নেছা বিউটি।
অনুপ নন্দী দৈনিক কুষ্টিয়াকে তার প্যানেলের জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন। তিনি বিগত বছরে নেতৃত্ব দিয়ে ক্রীড়া সংস্থাকে একটি অবস্থানে নিয়ে গেছেন। আগামী দিনে নেতৃত্ব পেলে সংস্থার আরো উন্নয়নে মনযোগী হবে বলে জানান। তিনি বলেন উতোমধ্যে উন্নয়ন কাজ শুরু হয়েছে।
অপরদিকে আমজাদ আলী খান তার প্যানেলকে ভোট দেয়ার আহবান জানান। তিনি বলেন ক্রীড়া সংস্থার সদস্যগণ একটি পরিবর্তন চান। তিনি সেই পরিবর্তনের জন্য কাজ করছেন। দায়িত্ব পেলে তিনি ক্রীড়া সংস্থাকে একটি আধুনিক মানে গড়ে তুলতে চান।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

Mon Tue Wed Thu Fri Sat Sun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net