September 11, 2025, 10:00 pm
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুরে পদ্মা নদীর মাঝ থেকে অবৈধভাবে বালু উত্তোলন করার সময় ভ্রাম্যমাণ আদালত ১০ জনকে ১মাস করে কারাদণ্ড প্রদান করেছেন। কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুবায়ের হোসেন চৌধুরী ১৭ নভেম্বর দুপুর ১টার দিকে এ আদালত পরিচালনা করেন। তিনি জানান, অভিযানের সময় মিরপুর উপজেলার রানাখড়িয়া এলাকার ১০ জনকে অবৈধভাবে অপরিকল্পিত উপায়ে বালু উত্তোলন করতে দেখেন। তাদের ১ মাস করে কারাদণ্ড দিয়ে কারাগারে প্রেরণ করা হয়। অভিযানে পুলিশ অংশ নেন।
গত কয়েকবছর ধরে কুষ্টিয়ার কোন বালুমহালের ইজারা বন্ধ রয়েছে। এরপরও পদ্মা এবং গড়াই নদীতে অবৈধভাবে বালু উত্তোলন চলছে।