September 12, 2025, 1:29 am
কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তার মোড়ে কুষ্টিয়া পৌরসভার উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মানাধীণ ভাস্কর্যে দুবৃত্তদের হানায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ইসলামী বিশ^বিদ্যালয় বঙ্গবন্ধু পরিষদ। পরিষদের সভাপতি প্রফেসর ড. মাহবুবুর রহমান ও সাধারণ সম্পাদক প্রফেসর ড. মাহবুবুল আরফিন এক বিবৃতিতে বলেছেন বঙ্গবন্ধুর ভাস্কর্যে ক্ষতি সাধন মানে স্বাধীন বাংলাদেশের গায়ে ক্ষতি সাধন। এ ধৃষ্টতা ক্ষমার অযোগ্য।
নেতৃবৃন্দ বলেছেন যে সাম্প্রদায়িক শক্তি দেশজুড়ে ইতোমধ্যে বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিরোধীতা করেছে তারা এবং তাদের দোসররা এই ধরনের ন্যাক্কারজনক ঘটনার সাথে জড়িত থাকতে পারে।
নেতৃবৃন্দ অবিলম্বে জড়িত দুস্কৃতিদের গ্রেফতার করে শাস্তির দাবি জানিয়েছেন।