September 12, 2025, 9:37 pm
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়ার লিমন হোসেন (২৪), নামে এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতার লিমন সদর থানাধীন আলামপুর বালিয়াপাড়া এলাকার মানোয়ার হোসেনের ছেলে।
মঙ্গলবা্র (১ জুন) বিকাল চার টার দিকে র্যাব-১২ কুষ্টিয়া ইউনিটের একটি দল কুষ্টিয়া জেলার সদর উপজেলার বালিয়াপাড়া সাতমাইল বাসস্ট্যান্ড সংলগ্ন মতিয়ার রহমান এর ভ্যানের গ্যারেজের সামনে থেকে তাকে আটক করে।
এসময় তার কাছ থেকে ২৪০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। জব্দকৃত ইয়াবার আনুমানিক মূল্য প্রায় ১,২০,০০০/- (একলক্ষ বিশ হাজার) টাকা,
আসামীর বিরুদ্ধে কুষ্টিয়া মডেল থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে এবং আসামী’কে সোপর্দ করা হয়েছে।