August 20, 2025, 6:05 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
আমদানি শুরুর পর দাম বাড়েনি পেঁয়াজের বেসরকারি পর্যায়ে ১০ লাখ টন ডাল ও চিনি আমদানি অনুমোদন কুষ্টিয়ায় কারাগারে হাজতির মৃত্যু কুষ্টিয়ায় পদ্মা ও গড়াইয়ে পানি কমলেও দৌলতপুরে অর্ধলক্ষ মানুষ পানিবন্দি কুষ্টিয়া শাহিন ক্যাডেট স্কুল/ ছাত্রীর আপত্তিকর ছবি-ভিডিও ছড়ানোর অভিযোগে শিক্ষক গ্রেপ্তার কুষ্টিয়ায় বন্ধুদের সঙ্গে মোটরসাইকেল রেসিং খেলতে গিয়ে সড়ক দুর্ঘটনায় দুই কিশোরের মৃত্যু ঝিনাইদহে সীমান্ত অতিক্রমের অভিযোগে ১৭ জন আটক রাজশাহীতে একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু র‌্যাব-পুলিশের যৌথ অভিযানে কুষ্টিয়ায় স্ত্রী হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার ইসরায়েলের জন্য লুকিয়ে অস্ত্র আনছিল সৌদি জাহাজ, ইতালিতে আটক

ইনিংস ব্যবধানে হেরেছে টাইগাররা

স্পোর্টস ডেস্ক/

প্রথম তিনদিনের বড় অংশ বৃষ্টিতে ভেসে যাওয়ার পর যখন বাংলাদেশ-পাকিস্তান দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টটি ড্র হবে বলেই সবাই ধরে নিয়েছিলেন, সেখানে ইনিংস ব্যবধানে হেরেছে টাইগাররা। শেষ সেশনে পাঁচ মিনিট বাকি থাকতে ২০৫ রানে অল আউট হওয়া স্বাগতিকরা হেরেছে ইনিংস ও ৭ রানে। প্রথম ইনিংসে পাকিস্তানের করা ৩০০ রানের চেয়ে ২১৩ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে বাংলাদেশ। এর আগে ৮৭ রানে অল আউট হয় টাইগাররা। যা ঘরের মাঠে বাংলাদেশের সর্বনিম্ন স্কোর।ব্যর্থ টাইগার ব্যাটাররা যেন আগের ইনিংসের পুনরাবৃত্তি করতেই যেন মাঠে নামেন। তাসের ঘরের মতো ভেঙে পড়া টপ অর্ডারের ৪ জনের কেউই দুই অংকের ঘরে রান করতে পারেননি। সাজঘরে ফেরার আগে সাদমান ইসলাম ২, মাহমুদুল হাসান জয় ৬, নাজমুল হোসেন শান্ত ৬ ও মুমিনুল হক ৭ রান করেন। এরপর দলের হাল ধরেন লিটন দাস ও মুশফিকুর রহিম। দুজনে মিলে গড়েন ৭৩ রানের জুটি। লিটন-মুশফিকের ব্যাটে যখন ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছে বাংলাদেশ, তখনই ৪৫ রানে আউট হন লিটন। শতরানের আগে পাঁচ উইকেট পড়ার পর সাকিব আল হাসান ও মুশফিক মিলে দেখে শুনে খেলতে থাকেন। ধীরে ধীরে অর্ধশতকের দিকে এগিয়ে যাচ্ছিলেন মুশি। কিন্তু আচমকা রান নিতে গিয়ে ৪৮ রানে ফেরেন তিনি। মূলত তখনই বোঝা যায় কি হতে চলেছে এই ম্যাচে। শেষ সেশনে অবশ্য হাতে চার উইকেট ছিল, ক্রিজে ছিলেন সাকিবও। তবে ম্যাচ ড্র করতে চাইলে দিতে হতো কঠিন মানসিকতার পরীক্ষা। আর এই পরীক্ষাতেই ফেল সবাই। দীর্ঘক্ষণ লড়াই চালিয়ে যাওয়া মিরাজ বাবর আজমকে পেয়ে হয়তো অতি আত্মবিশ্বাসী হয়ে উঠেছিলেন। যার খেসারত দেন তার প্রথম শিকারে পরিণত হয়ে। এর আগে ৭০ বল টিকে করেন ১৪ রান। ৬৩ রানে সাকিব আউট হওয়ার পর থেকেই পরাজয়ের অপেক্ষায় ক্ষণ গুনতে থাকে বাংলাদেশ। খালেদ ফেরেন শূন্য রানেই। শেষ উইকেট জুটি হিসেবে তাইজুল ইসলাম ও এবাদত হোসেনের প্রতিরোধ টিকে ছিল ৫ ওভার। শেষ উইকেট হিসেবে তাইকুল ইসলাম আউট হওয়ার সঙ্গে সঙ্গে উল্লাসে মাতে পাকিস্তান। এই ইনিংসে ৪ উইকেট নেন সাজিদ খান। শাহিন আফ্রিদি ও হাসান আলি দুটি ও বাবর আজম একটি উইকেট শিকার করেন। এর আগে ৪ উইকেটে ৩০০ রান করে নিজেদের প্রথম ইনিংস ডিক্লেয়ার করেছিল পাকিস্তান। দলের পক্ষে সর্বোচ্চ ৭৬ করেছিলেন বাবর আজম। জবাবে ৮৭ রানে গুটিয়ে গিয়ে ফলো অনে পড়ে বাংলাদেশ। সাজিদ খান শিকার করেছিলেন ৮ উইকেট।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

Mon Tue Wed Thu Fri Sat Sun
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net