August 1, 2025, 12:42 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য বছরে ১০-১৫ শতাংশ বিশেষ সুবিধা ঘোষণা বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন: মানুষের প্রকৃত আয় এখনো ঋণাত্মক হোমল্যান্ড ইন্স্যুরেন্স/১ কোটি ৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে চেয়ারম্যানসহ ৯ জনের বিরুদ্ধে যশোরে মামলা গোপন তৎপরতার আশঙ্কা: ১১ দিনের ‘বিশেষ সতর্কতা’ জারি করেছে পুলিশ বিনিয়োগে স্থবিরতা, ভোগ কমেছে জুনে এলসি খোলা ৫ বছরে সর্বনিম্নে কুষ্টিয়ায় বিএনপি কর্মী হত্যা মামলায় সাবেক এসপি তানভীর আরাফাতকে গ্রেপ্তার, চলবে পূর্বের মামলা ধানের রেকর্ড উৎপাদন, আমদানিও প্রচুর তবু চালের দাম বেড়েছে ১১%-১৬% যুক্তরাষ্ট্রের শুল্কনীতির চাপ, এডিবি পূর্বাভাসে বাংলাদেশের প্রবৃদ্ধি কমার শঙ্কা যুক্তরাষ্ট্রের উদ্বেগ/বাংলাদেশে ধর্মীয় স্বাধীনতা ও সংখ্যালঘু সুরক্ষা নিয়ে নতুন রিপোর্ট প্রকাশ রাজবাড়ীতে পদ্মায় ভাঙন/নদীগর্ভে বিলীন হচ্ছে ঘরবাড়ি ও কৃষিজমি

ভিত্তি পদ্মা সেতু/দক্ষিণ পশ্চিমাঞ্চলের ৬৮ আসনের ৪৮টি পেতে পারে আওয়ামী লীগ

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
জাতীয় নির্বাচন আসন্ন। ভোটের রাজনীতির এই নির্বাচন ও এর ফলাফল নিয়ে ইতিমধ্যে শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা। বিভিন্ন মহল বিভিন্ন সমীকরণ নিয়ে সামনে এগিয়ে যাচ্ছে। হিসেব নিকেশ চলছে এবং যথারীতি প্রধান দুটি রাজনৈতিক দল হবে এ নির্বাচনের মূল নিয়ামক। এ অবস্থায় দক্ষিণ পশ্চিমাঞ্চলের ভোটের হিসেব নিকেশে এবার উঠে এসেছে নতুন এক অনুসঙ্গ পদ্মা সেতু। বিশেষজ্ঞগণ মনে করছেন এই পুরো এলাকার মোট ৬৮টি আসনের জন্য নতুন ফ্যাক্ট হতে যাচ্ছে পদ্মাসেতু।
বৃহস্পতিবার (২৬ অক্টোবর) বাংলাদেশ অর্থনীতি সমিতি ভোটের এমন একটি হিসেব দিয়েছে। সমিতির অডিটরিয়ামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সমিতির সভাপতি অধ্যাপক ড. আবুল বারকাত এমন তথ্য উপস্থাপন করেন। ‘ভোটারের মন ও আসন্ন ২০২৪ জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য ফলাফল’ শীর্ষক সেমিনার ও সংবাদ সম্মেলনে তিনি এমন তথ্য দেন।
আবুল বারকাত বলেন, ‘পদ্মা সেতু ও স্যাংশনস ফ্যাক্টর ২টি আওয়ামী লীগ ভোট কৌশলে কাজে লাগাবে। বিএনপি কাজে লাগাবে অন্য ৩টি ফ্যাক্টর— দ্রব্যমূল্য, ২০১৮ সালের নির্বাচন ও মানব নিরাপত্তা। একই সঙ্গে প্রভাবক হিসেবে কয়েকটি সাবজেক্টিভ ফ্যাক্টরও কাজ করবে।’
তিনি বলেন, ‘দেশের দক্ষিণ-দক্ষিণ পশ্চিমাঞ্চলের মোট ৬৮টি আসনের মধ্যে ২৩টি বিজয়-অনিশ্চিত আসন। এসব আসনে পদ্মা সেতু ফ্যাক্টর কাজে লাগিয়ে আওয়ামী লীগ দোদুল্যমান ভোটারদের ৬০ শতাংশ রায় পেতে পারে। ফলে এই অঞ্চলে আওয়াামী লীগের কমপক্ষে ২৫টি ভিত্তি আসনের সঙ্গে আরও ২৩টি আসন যোগ হয়ে তাদের মোট আসন সংখ্যা দাঁড়াতে পারে কমপক্ষে ৪৮টি।’

দেশের দক্ষিণ-দক্ষিণ পশ্চিমাঞ্চলের বাইরে ঢাকাসহ পূর্ব-পশ্চিম-উত্তরাঞ্চলে যে ২৩২টি আসন আছে, তার মধ্যে ১২২টি আসনে বিজয়-অনিশ্চিত আসন। যেকোনো দলের জয়-পরাজয়ে দোদুল্যমান ভোটারদের ভোট নিয়ামক ভূমিকায় থাকবে। এসব আসনে দোদুল্যমান ভোটারদের ভোট পেতে পারে আওয়ামী লীগ ৪৫ থেকে ৬০ শতাংশ, বিএনপি ৪০ থেকে ৫৫ শতাংশ। এই ১২২টি আসনের মধ্যে আওয়ামী লীগ জয়ী হতে পারে ৫৫ থেকে ৭৩টিতে, বিএনপি জয়ী হতে পারে ৪৯ থেকে ৬৭ আসনে’, যোগ করেন আবুল বারকাত।
অর্থনীতি সমিতি মনে করে, দ্বাদশ সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠ, নিরাপেক্ষ ও অংশগ্রহণমূলক হবে। নির্বাচনের সম্ভাব্য ফলাফল বিন্যাসে আওয়ামী লীগের পক্ষে সরকার গঠনের সম্ভাবনা সবচেয়ে বেশি- তা জোটবদ্ধ তো বটেই এককভাবেও হতে পারে। অন্যদিকে বিএনপির পক্ষে সরকার গঠনের সম্ভাবনা নেই বলে মনে করে অর্থনীতি সমিতি।
মূল প্রবদ্ধ উপস্থাপনকালে ড. আবুল বারকাত বলেন, ‘৩০০ আসনের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ পেতে পারে ১৪৮ থেকে ১৬৬টি আসন। বিএনপি ১১৯ থেকে ১৩৭টি আসন পেতে পারে। অন্য দলগুলোর মধ্যে জাতীয় পার্টি ১১টি, জামায়াতে ইসলামী ২টি, এলডিপি একটি ও বিজেপি একটি আসন পেতে পারে। আসন্ন নির্বাচনে বিজয়ী হয়ে আওয়ামী লীগকে জোটবদ্ধ সরকার গঠন করতে হলে জাতীয় পার্টির সঙ্গে জোট করতে হবে।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

Mon Tue Wed Thu Fri Sat Sun
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net