July 29, 2025, 10:25 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
গোপন তৎপরতার আশঙ্কা: ১১ দিনের ‘বিশেষ সতর্কতা’ জারি করেছে পুলিশ বিনিয়োগে স্থবিরতা, ভোগ কমেছে জুনে এলসি খোলা ৫ বছরে সর্বনিম্নে কুষ্টিয়ায় বিএনপি কর্মী হত্যা মামলায় সাবেক এসপি তানভীর আরাফাতকে গ্রেপ্তার, চলবে পূর্বের মামলা ধানের রেকর্ড উৎপাদন, আমদানিও প্রচুর তবু চালের দাম বেড়েছে ১১%-১৬% যুক্তরাষ্ট্রের শুল্কনীতির চাপ, এডিবি পূর্বাভাসে বাংলাদেশের প্রবৃদ্ধি কমার শঙ্কা যুক্তরাষ্ট্রের উদ্বেগ/বাংলাদেশে ধর্মীয় স্বাধীনতা ও সংখ্যালঘু সুরক্ষা নিয়ে নতুন রিপোর্ট প্রকাশ রাজবাড়ীতে পদ্মায় ভাঙন/নদীগর্ভে বিলীন হচ্ছে ঘরবাড়ি ও কৃষিজমি নতুন বেতন কমিশন গঠন কুষ্টিয়ায় চাঁদা না দেয়ায় প্রবাসীর বাড়িতে সন্ত্রাসীদের তাণ্ডব: ভাঙচুর-লুটপাট, অস্ত্রের মুখে জিম্মি পরিবার রবিবার থেকে খুলনা বিভাগের ১০ জেলার ৬৪ থানায় চালু হচ্ছে ‘অনলাইন জিডি’ সেবা

কানুবাবুর ৫৮ তম মৃত্যুবার্ষিকী/মোহিনী মিল বেঁচে থাকলে কুষ্টিয়া অঞ্চল উন্নতির চরম শিখরে পৌঁছে যেত

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়াতে মোহিনী মিল বেঁচে থাকলে এ অঞ্চল উন্নতির চমে শিখরে পৌঁছে যেত। কারন অবিভক্ত ভারতের বস্ত্র শিল্পের ইতিহাসে এক বিশেষ অগ্রদূতের ভূমিকা রেখেছে তত্কালীন পূর্ব বাংলার নদীয়া জেলার কুষ্টিয়ায় স্থাপিত মোহিনী মিলস। ব্রিটিশ শাসনামলে উপমহাদেশের ইতিহাসে যে ক’টি বস্ত্রকলের নাম পাওয়া যায় মোহিনী মিলস তার অন্যতম। অন্যদিকে পূর্ব বাংলায় এ মিলের স্থানটি ছিল অনন্য উচ্চতায়। কারণ বঙ্গের পুরো ভূভাগে এই একটি মাত্র প্রতিষ্ঠানই সে সময় গড়ে উঠেছিল। যদিও ইউরোপে ঘটে যাওয়া শিল্প বিপ্লবের ছোঁয়া থেকে দূরে ও অনেক পরে মিলটি স্থাপিত হয় তথাপি শুধু অর্থনৈতিক বিচারেই নয়, মিলটি পুরো বাংলা ভূখণ্ডের মর্যাদাকেই বৃদ্ধি করেছিল। এ মর্যাদা অখণ্ড ও আরো শক্তিশালী হয়ে দেখা দিয়েছিল যখন এ মিলেরই উৎপাদিত সুতা দিয়ে তৈরি ধুতি, শাড়ি, মার্কিন ও শালু কাপড়ের সুখ্যাতি ছড়িয়ে যায় ভারতজুড়ে।
আর এসবের পেছনে যার অবিস্মরণীয় ভ‚মিকা ছিল কিনি হলেন দেবীপ্রসাদ চক্রবর্তী কানুবাবু। মোহিনী মিলের প্রতিষ্ঠাতা স্বর্গীয় মোহিনী মোহন চক্রবর্তীর মৃত্যুর তার নাতি কানুবাবুর হাত ধরেই এটি চরম উন্নতি লাভ করে।
কানুবাবু ৫৮ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দেবীপ্রসাদ চক্রবর্তী কানুবাবু স্মৃতি সংরক্ষণ পরিষদ, কুষ্টিয়া এর আয়োজনে গতকাল (বুধবার) কুষ্টিয়া মহাশ্মশান মন্দিরে কানুবাবু স্মৃতি বেদীতে অনুষ্ঠিত এক স্মরণসভায় বক্তারা এ কথা বলেন।
তারা বলেন ১৯২২ সালে মোহিনী মোহন চক্রবর্ত্তীর মৃত্যুর পর বড় ছেলের ছেলে (পৌত্র) দেবীপ্রসাদ চক্রবর্ত্তী (কানু বাবু) মোহিনী মিলসের দায়িত্ব নেন। তিনি মোহিনী মিলসকে কেন্দ্র করে মিলের শ্রমিকদের জন্য আধুনিক হাসপাতাল, খেলার মাঠ, নাট্যমঞ্চ নির্মাণ করেন।
তারা বলেন এ সময়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধকাল হওয়া সত্ত্বেও মিলটি ৩৫.৬২ লাখ টাকা মুনাফা করে এবং ২৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করে। ১৯৩৮-১৯৫৫ পর্যন্ত মিলটির গড় মুনাফা ছিল কমপক্ষে ১৩ শতাংশ। মিলটি এই সময়ে ছিল তার যাত্রার শীর্ষে। এ সময়ে মিলের অনুমোদিত মূলধন ছিল ৬০ লাখ টাকা এবং সাবস্ক্রাইবড মূলধন ছিল ৫৯ লাখ ৯৮ হাজার ৮১৮ টাকা। মিলের ছিল ৪৮ হাজার ৪৬০ স্পিন্ডল (সুতা কাটার টাকু) ও ৯৭৫টি তাঁত। ১৯৬৩ সাল পর্যন্ত লাভজনকভাবেই চালু ছিল। কিন্তু ১৯৬৫’র ভারত পাকিস্থান যুদ্ধকে কেন্দ করে পাকিস্থান সরকার মিলটি ধ্বংস করে দেন। যা আজও চালু না হওয়া দুঃখজনক বলে অভিহিত করেন বক্তারা।
সকাল ১০ ঘটিকায় ঐশ্বর্য সরকারের পরিচালনায় ও অরুন বাগচী বাপ্পী পৌরহিত্যের ১৮জন গীতা পাঠক একত্রে সমবেতভাবে গীতাপাঠ, দুপুর ১২ ঘটিকায় দেবীপ্রসাদ চক্রবর্তী কানুবাবু স্মৃতি বেদীতে শ্রদ্ধা নিবেদন করা হয়, ১২-৩০ ঘটিকায় দেবীপ্রসাদ চক্রবর্তী কানুবাবু স্মৃতি সংরক্ষণ পরিষদের আহবায়ক নিলয় কুমার সরকারের সভাপতিত্বে আলোচনা সভা ও গুনীজন সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজগর আলী, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট গবেষক লালিম হক,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও কুষ্টিয়া জজ কোর্টের এ্যাডঃ অনুপ কুমার নন্দী,কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের যুগ্ম- সাধারণ সম্পাদক স্বপন কুমার ঘোষ, বিশিষ্ট গবেষক ও লেখক . ড. আমানূর আমান, কুষ্টিয়া মহাশ্মশান কমিটির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা স্বপন কুমার নাগ, শুভেচ্ছা বক্তব্য রাখেন কুষ্টিয়া মহাশ্মশান কমিটির সাধারণ সম্পাদক স্বপন কুমার দে।
বক্তব্য রাখেন কুষ্টিয়া সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা রবিন্দ্র নাথ সেন প্রমূখ। আলোচনা সভা শেষে কুষ্টিয়ার ৪ জন গুনীজন কে কানুবাবু পদক প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net