January 2, 2025, 11:56 pm
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
দুই ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।
দৌলতদিয়া ঘাট কর্তৃপক্ষ জানায়, কুয়াশার কারণে রবিবার ভোর রাত সাড়ে ৫টার পর থেকে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়।
ফেরি ও লনচ চলাচলের জন্য তৈরি চ্যানেলের বিকন বাতি ও মার্কিং পয়েন্টের কিছুই দেখা যাচ্ছিল না। এ সময় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ। প্রায ঘণ্টা পর সকাল ৭ টার দিকে কুয়াশা কেটে গেলে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হয়। দুই ঘন্টায় ঘাটের উভয় পাশে শতাধিক পরিবহন আটকে যায়।
বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাউদ্দিন বলেন, ৭টা থেকে ফেরি চলাচল স্বাবাবিক হয়।
Leave a Reply