February 5, 2025, 3:42 pm
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
চুয়াডাঙ্গা জেলায় শীতের তীব্রতা ক্রমাগত বাড়ছে। গত দুই দিন ধরে তাপমাত্রা ২ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস কমে গেছে। এর আগে গত বৃহস্পতিবার চলতি শীত মৌসুমে প্রথম বারের মতো এ জেলায় দেশের সর্বনিম্ন ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।
শনিবার চুয়াডাঙ্গায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা-৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এ নিয়ে গত ১২ ও ১৪ ডিসেম্বর দুই দিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হলো এ জেলায়। গতকাল সকাল ৯টার দিকে চুয়াডাঙ্গার প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগার তাদের নিয়মিত আবহাওয়া পর্যবেক্ষণে এ তথ্য জানিয়েছে। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৮৫ শতাংশ।
গত ১৯ নভেম্বর থেকে এ জেলায় তাপমাত্রা কমতে শুরু করেছে। তাপমাত্রা আরও কমে যাওয়ার পূর্বাভাস দিচ্ছে চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান। তিনি জানান, চুয়াডাঙ্গা জেলায় সর্বনিম্ন তাপমাত্রা থাকায় প্রচণ্ড শীত অনুভূত হচ্ছে। সকালে শীত ও কুয়াশা কয়েক দিন অব্যাহত থাকবে। আগামী সপ্তাহ থেকে শীতের তীব্রতা আরও বাড়বে।
Leave a Reply