November 28, 2025, 6:57 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
পৌনে ১২ লাখ টনে নেমেছে সরকারি চালের মজুদ, ৩ লাখ টন চাল আমদানির উদ্যোগ পূর্বাচলে প্লট বরাদ্দে দুর্নীতির মামলা/হাসিনা পরিবারের তিন সদস্যের কারাদণ্ড কুষ্টিয়ায় গলাকাটা, মুখ পুড়ানো অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার কুষ্টিয়ায় আসছেন জাসিম উদ্দিন, লটারির পর একযোগে ৬৪ এসপিকে বদলি শীর্ষ ব্রিটিশ আইনজীবীদের টিউলিপ সিদ্দিক মামলার সমালোচনা বন্দর-এলডিসি নিয়ে সিদ্ধান্ত অন্তর্র্বতী সরকার নিতে পারে না: তারেক রহমান ভারত থেকে চাল কিনবে সরকার, সরবরাহকারী সিঙ্গাপুরের প্রতিষ্ঠান চার মাসে রাজস্ব আদায়ে ঘাটতি ১৭ হাজার কোটি টাকা রিটার্ন দাখিলের সময় এক মাস বাড়াল এনবিআর কুষ্টিয়ার ভেড়ামারায় প্রকাশ্যে গুলি করে একজনকে হত্যা, আহত ১

কড়া বার্তা জেলা প্রশাসকের/চালের দাম ১০-১২ টাকা বৃদ্ধির পর কেজিতে মাত্র ১ টাকা কমালেন চালকল মালিকরা

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
দেশের দ্বিতীয় বৃহত্তম সরু চাল উৎপাদনকেন্দ্র কুষ্টিয়ার খাজানগরের চালকল মালিকরা চালের দাম কেজিতে ১০-১২ টাকা বাড়ানোর পর মাত্র ১ টাকা হ্রাসের ঘোষণা দিয়েছেন।
এই ঘোষণা দেওয়া হয় বুধবার (১৮ ডিসেম্বর) কুষ্টিয়ার জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে। বিকেল ৪টা ৩০ মিনিটে শুরু হওয়া বৈঠক রাত ৮টায় শেষ হয়।
সূত্র জানায়, চালের বারবার মূল্যবৃদ্ধির প্রতিক্রিয়ায় কুষ্টিয়ার ডিসি তৌফিকুর রহমান এই বৈঠকের আয়োজন করেন। গত দুই সপ্তাহে বিশেষ করে সরু চালসহ বিভিন্ন ব্র্যান্ডের দাম অন্তত ৪ টাকা পর্যন্ত বেড়েছে বলে জানা গেছে।
ডিসির সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে অতিরিক্ত জেলা প্রশাসক (সাধারণ) শারমিন আখতার, জেলা খাদ্য নিয়ন্ত্রক আল-ওয়াজিউর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সুফি মো. রফিকুজ্জামান এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পার্থ প্রতিম শীল উপস্থিত ছিলেন।
বৈঠকের পর বাংলাদেশ অটো মেজর অ্যান্ড হাসকিং মিল মালিক সমিতি, কুষ্টিয়া শাখার সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন জানান, আজ বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) থেকে চালকল মালিকরা মিলগেটে সব ধরনের চালের দাম কেজিতে ১ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছেন।
তিনি আরও বলেন, “যে দামে মিল মালিকরা আগে চাল বিক্রি করছিলেন, সেখান থেকে কেজিতে ১ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করবেন।”
বাজার বিশ্লেষণ বলছে ভিন্ন কথা/
বাজার বিশ্লেষণে দেখা গেছে, গত দুই সপ্তাহে খাজানগরের মিলগেটে চালের দাম কেজিতে ২-৩ টাকা বেড়েছে, আর খুচরা বাজারে তা বেড়েছে প্রায় ৪ টাকা।
তবে এটি ধান কাটার মৌসুমের সময়, এবং প্রতিবেদন অনুযায়ী এই আমন মৌসুমে দেশে ধান উৎপাদনে উদ্বৃত্ত দেখা গেছে।
এদিকে বাজার বিশ্লেষকরা বুঝতে পারছেন না, ধান কাটার মৌসুমের মধ্যেও কীভাবে চালের দাম বৃদ্ধি পায়। চালকল মালিকরা প্রায়ই ধানের দাম বৃদ্ধিকে চালের মূল্যবৃদ্ধির অজুহাত হিসেবে দেখান, এবং এবারও তার ব্যতিক্রম হয়নি।
সূত্র বলছে, চালকল মালিকরা তাদের নিজেদের দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করছেন।
এর আগে, সরকারের নির্দেশনার পর চলতি বছরের ২২ জানুয়ারি এক বৈঠকে জেলা প্রশাসন মিনিকেট (সরু) চালের দাম কেজিতে ৬২ টাকা নির্ধারণ করে। কিন্তু দাম বাড়া থামেনি। বর্তমানে মিনিকেট চাল মিলগেটে ৭০-৭২ টাকা এবং খুচরা বাজারে ৭৪ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, যা গত ১০ মাসে কেজিতে ৮-১০ টাকা বৃদ্ধি দেখিয়েছে।
বৈঠকে ডিসি চালকল মালিকদের উদ্দেশ্যে কড়া বার্তা দিয়ে বলেন, “আমাদের জানতে হবে কীভাবে এত দ্রুত দাম বাড়ছে। ধানের দাম বাড়লে চালের দাম অন্তত ১৫ দিন থেকে এক মাস পর বাড়া উচিত, সঙ্গে সঙ্গে নয়।”
তিনি আরও যোগ করেন, “আপনারা করপোরেট ব্যবসায়ীদের এই মূল্যবৃদ্ধির জন্য দায়ী করছেন, কিন্তু আমার কাছে তথ্য আছে যে খাজানগরের কিছু মিল মালিক এই সিন্ডিকেটের অংশ।”
“আমাদের টিম তদন্ত করছে, প্রয়োজনে বিকল্প ব্যবস্থা নেওয়া হবে,” ডিসি হুঁশিয়ারি দেন।
জেলা খাদ্য নিয়ন্ত্রক আল-ওয়াজিউর রহমান বলেন, “খাজানগরের কিছু মিল মালিক করপোরেট গ্রুপের সঙ্গে জড়িত, এটা স্পষ্ট। ‘হোয়াটসঅ্যাপ গ্রুপ’ থেকে বেরিয়ে আসুন এবং আমাদের তথ্য দিয়ে সহযোগিতা করুন।”
বৈঠকে দেশ এগ্রোর এম এ খালেক, স্বর্ণা রাইস মিলের আবদুস সামাদ, দাদা রাইস মিলের জামশেদ আলী, গোল্ডেন রাইস মিলের জাহিদুজ্জামান জিকু এবং চিশতিয়া রাইস মিলের আনোয়ার হোসেন তাদের মতামত প্রকাশ করেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net