May 9, 2025, 2:25 pm
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। সোমবার (৭ এপ্রিল) সকালে রাজবাড়ীর আদালতে তাকে হাজির করা হলে বিচারক এ আদেশ দেন।
গতকাল (রোববার) রাজধানীর মহাখালী থেকে কেরামত আলীকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, কাজী কেরামত আলীর বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে মামলা আছে।
রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) শরীফ আল রাজীব জানান, রাজবাড়ী থেকে পুলিশের একটি দল তাকে ঢাকা থেকে নিয়ে এসে বেলা ১১ টায় সরাসরি রাজবাড়ী জুডিশিয়াল ম্যাজিওস্ট্রেট আালতে নিয়ে নিয়ে। সাড়ে ১২টার দিকে তাকে আদালতে তোলা হয়।
গত বছর ৩১ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা রাজীব মোল্লা বাদী হয়ে একটি মামলা করেন। মামলায় আন্দোলনকারীদের ওপর হামলার অভিযোগ করা হয়েছে।
ওই মামলায় কাজী কেরামত আলী, তাার ভাই রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলীসহ ১৭০ জন নেতা-কর্মীকে আসামি করা হয়। এ ছাড়া ওই মামলায় আরও অন্তত ৩০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়।
গ্রেপ্তার এড়াতে তিনি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহমুদুর রহমান, আদালতে তার জামিন চাওয়া হয়।
শুনাননির পর আদালত তাকে জেলে পাঠানোর আদেশ দেন।
Leave a Reply