August 15, 2025, 5:34 pm
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
রাজশাহীর পবা উপজেলার বামুনশিকড় এলাকায় একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৫ আগস্ট) সকাল ৯টার দিকে তাদের নিজ বাড়ি থেকে মৃতদেহগুলো পাওয়া যায়। মতিহার থানা পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) কালাম পরভেজ এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন মিনারুল ইসলাম (৩০), তার স্ত্রী মনিরা বেগম (২৮), ছেলে মাহিম (১৩) ও কন্যা মিথিলা (১৮ মাস)। মাহিম খড়খড়ি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণিতে পড়াশোনা করত।
স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, মিনারুল ইসলাম কৃষি কাজ করতেন এবং স্ত্রী-সন্তানদের সঙ্গে মাটির ঘরে বসবাস করতেন। তারা জানান, মিনারুল ঋণগ্রস্ত ছিলেন। প্রাথমিক ধারণা, পরিবারের বাকি সদস্যদের হত্যা করার পর মিনারুল আত্মহত্যা করেছেন।
স্থানীয় বাসিন্দা আবদুল মালেক জানিয়েছেন, পরিবারের চারজনই মারা গেছেন। উত্তরের ঘরে মা ও মেয়ে এবং দক্ষিণের ঘরে ছেলে ও বাবা মিনারুল ফ্যানের সঙ্গে ঝুলছিল।
রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার গাজিউর রহমান বলেন, “আমরা জানতে পেরেছি মিনারুল তার স্ত্রী ও দুই সন্তানকে গামছা দিয়ে শ্বাসরোধে হত্যা করেছেন এবং পরে নিজেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। ঘটনাস্থল থেকে পুলিশ মরদেহ উদ্ধার করেছে এবং আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”