January 1, 2026, 3:56 am

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
চুয়াডাঙ্গার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের আদালত খাইরুল ইসলাম (২৪) নামে এক যুবককে ধর্ষণের অভিযোগে যাবজ্জীবন কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা দিয়েছেন।
গত বছরের সেপ্টেম্বর মাসে খাইরুল ইসলাম সপ্তম শ্রেণীর এক ছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণ করেন। ঘটনার পর কিশোরীর বাবা মামলা করেন। বিচারক সৈয়দ হাবিবুল ইসলাম আসামির উপস্থিতিতে রায় ঘোষণা করেন এবং আদালত খাইরুলকে দোষী সাব্যস্ত করেছেন।