October 14, 2025, 10:10 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
চুয়াডাঙ্গায় বিষাক্ত স্পিরিট পান করে ৬ জনের মৃত্যু, ৩ জন হাসপাতালে দৌলতদিয়া/ ঘন কুয়াশার কারণে বন্ধ হওয়া ঘাট ৩ ঘন্টা পর স্বাভাবিক অনলাইন জুয়া সম্রাট লিপু সহযোগীসহ সাতক্ষীরায় গ্রেপ্তার, মেহেরপুরে আনা হবে, এসপি নাম আসা সেনা কর্মকর্তাদের মধ্যে ১৫ জন হেফাজতে: সেনাসদর আগামী চার দিন বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বাংলাদেশে ‘বিতর্কিত’ সন্ত্রাসবিরোধী আইনের প্রয়োগ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে এইচআরডব্লিউ দৌলতপুরে আলোচিত শুটার লালন গ্রেপ্তার ১০৭ টনেই শেষ বাংলাদেশ-ভারত ইলিশ রপ্তানি দ্বিকক্ষ সংসদ, পিআর ও দলনিরপেক্ষ অন্তর্ভুক্তি আকর্ষণীয় হলেও দেশের রাজনৈতিক বাস্তবতায় কার্যকর নয় : সিপিডি পাবনায় জুলাই ছাত্র আন্দোলনে হত্যা মামলায় ১৩৬ জনের বিরুদ্ধে চার্জশিট

চুয়াডাঙ্গায় বিষাক্ত স্পিরিট পান করে ৬ জনের মৃত্যু, ৩ জন হাসপাতালে

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
চুয়াডাঙ্গায় বিষাক্ত মদ (স্পিরিট) পান করার কারণে ছয়জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গুরুতর অসুস্থ অবস্থায় আরও তিনজন চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। এছাড়া কিছু আহত গোপনে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।
নিহতরা সবাই নিম্নআয়ের পেশাজীবী—কেউ ভ্যানচালক, কেউ মিল শ্রমিক, আবার কেউ মাছ ব্যবসায়ী।
ঘটনাটি সদর উপজেলার শংকরচন্দ্র ইউনিয়নের ডিঙ্গেদহ বাজার এলাকায় ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে প্রায় ১৪–১৫ জন, যারা বেশিরভাগই কাজে যাচ্ছিলেন, একসঙ্গে মদ পান করেন। শনিবার থেকে একে একে পাঁচজন মারা যান। রোববার হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়। এরপর এই ঘটনা সংবাদে প্রকাশ পায়।
ঘটনার পর, পুলিশ রাতভর বাড়ি বাড়ি তল্লাশি চালিয়ে অসুস্থদের খোঁজ করেছে। কিন্তু কাউকে চিহ্নিত করতে ব্যর্থ হয়েছেন।
নিহতরা হলেন:
খেদের আলী (৪০), নফরকান্তি গ্রামের পূর্বপাড়া, ভ্যানচালক
মোহাম্মদ সেলিম (৪০), খেজুরা গ্রামের হাসপাতালপাড়া, মাছ ব্যবসায়ী
মোহাম্মদ লালটু ওরফে রিপু (৩০), পিরোজখালি গ্রামের স্কুলপাড়া, ভ্যানচালক
মোহাম্মদ শহীদ (৪৫), শংকরচন্দ্র গ্রামের মাঝেরপাড়া, মিল শ্রমিক
মোহাম্মদ সামির (৫৫), ডিঙ্গেদহ গ্রামের টাওয়ারপাড়া, মিল শ্রমিক
সরদার মোহাম্মদ লালটু (৫২), ডিঙ্গেদহ এশিয়া বিস্কুট ফ্যাক্টরি পাড়া, মিল শ্রমিক
একজন দিনমজুর, আলিম উদ্দিন, যিনি এখনও চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন, জানান যে তিনি ভুট্টার লোডে কাজ করার সময় মদ মেশানো পানীয় পান করেন। তিনি অল্প মাত্রা পান করলেও গুরুতর অসুস্থ হয়ে পড়েন। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল।
স্থানীয়রা অভিযোগ করেছেন, দীর্ঘদিন ধরে ওই বাজারে অবৈধভাবে দেশি মদ বিক্রি হচ্ছে। তারা এই মর্মান্তিক ঘটনার জন্য প্রশাসনের নজরদারির অভাবকে দায়ী করছেন।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমান বলেন, “এ পর্যন্ত ছয়জন মারা গেছেন, কয়েকজন এখনও অসুস্থ। একজন এখনও হাসপাতালে রয়েছেন। প্রাথমিক তদন্তে দেখা গেছে, সকলেই একই উৎস থেকে মদ পান করেছিলেন।”
নিহতদের মধ্যে চারজনের দাফন সম্পন্ন হয়েছে, বাকিদের মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মরগে পাঠানো হয়েছে। এলাকায় এখনো দূঃখ ও ভয় বিরাজ করছে।
চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার জামাল আল নাসের জানিয়েছেন, পুলিশি তদন্ত চলমান রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net