December 3, 2025, 9:28 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল, চিকিৎসা গ্রহণ করছেন—দোয়া কামনা তারেক রহমানের সরকারি প্রাথমিক ও মাধ্যমিক পরীক্ষা/কুষ্টিয়াতেও শিক্ষকরা অব্যাহত রাখছেন কর্মবিরতি খালেদা জিয়াকে ‘ভিআইপি’ ঘোষণা, নিরাপত্তা নিশ্চিত করবে এসএসএফ প্লট বরাদ্দ দুর্নীতি মামলা/ হাসিনার ৫ বছর, রেহানার ৭ বছর ও টিউলিপের ২ বছরের কারাদণ্ড খুলনায় আদালত চত্বরে ২ জনকে গুলি করে হত্যা চুয়াডাঙ্গা সীমান্তে হত্যাকান্ড/ ‘অনিচ্ছাকৃতভাবে ছোড়া’ গুলিতে বাংলাদেশি নিহত, বলছে বিএসএফ ঈশ্বরদীতে জামায়াত-বিএনপির সংঘর্ষ/ গ্রেপ্তার ৫, অস্ত্র হাতে গুলি ছোড়া যুবক জামায়াতের কর্মী: পুলিশ কুষ্টিয়ায় দিনদুপুরে একজনকে কুপিয়ে হত্যা পৌনে ১২ লাখ টনে নেমেছে সরকারি চালের মজুদ, ৩ লাখ টন চাল আমদানির উদ্যোগ পূর্বাচলে প্লট বরাদ্দে দুর্নীতির মামলা/হাসিনা পরিবারের তিন সদস্যের কারাদণ্ড

চুয়াডাঙ্গায় বিষাক্ত স্পিরিট পান করে ৬ জনের মৃত্যু, ৩ জন হাসপাতালে

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
চুয়াডাঙ্গায় বিষাক্ত মদ (স্পিরিট) পান করার কারণে ছয়জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গুরুতর অসুস্থ অবস্থায় আরও তিনজন চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। এছাড়া কিছু আহত গোপনে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।
নিহতরা সবাই নিম্নআয়ের পেশাজীবী—কেউ ভ্যানচালক, কেউ মিল শ্রমিক, আবার কেউ মাছ ব্যবসায়ী।
ঘটনাটি সদর উপজেলার শংকরচন্দ্র ইউনিয়নের ডিঙ্গেদহ বাজার এলাকায় ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে প্রায় ১৪–১৫ জন, যারা বেশিরভাগই কাজে যাচ্ছিলেন, একসঙ্গে মদ পান করেন। শনিবার থেকে একে একে পাঁচজন মারা যান। রোববার হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়। এরপর এই ঘটনা সংবাদে প্রকাশ পায়।
ঘটনার পর, পুলিশ রাতভর বাড়ি বাড়ি তল্লাশি চালিয়ে অসুস্থদের খোঁজ করেছে। কিন্তু কাউকে চিহ্নিত করতে ব্যর্থ হয়েছেন।
নিহতরা হলেন:
খেদের আলী (৪০), নফরকান্তি গ্রামের পূর্বপাড়া, ভ্যানচালক
মোহাম্মদ সেলিম (৪০), খেজুরা গ্রামের হাসপাতালপাড়া, মাছ ব্যবসায়ী
মোহাম্মদ লালটু ওরফে রিপু (৩০), পিরোজখালি গ্রামের স্কুলপাড়া, ভ্যানচালক
মোহাম্মদ শহীদ (৪৫), শংকরচন্দ্র গ্রামের মাঝেরপাড়া, মিল শ্রমিক
মোহাম্মদ সামির (৫৫), ডিঙ্গেদহ গ্রামের টাওয়ারপাড়া, মিল শ্রমিক
সরদার মোহাম্মদ লালটু (৫২), ডিঙ্গেদহ এশিয়া বিস্কুট ফ্যাক্টরি পাড়া, মিল শ্রমিক
একজন দিনমজুর, আলিম উদ্দিন, যিনি এখনও চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন, জানান যে তিনি ভুট্টার লোডে কাজ করার সময় মদ মেশানো পানীয় পান করেন। তিনি অল্প মাত্রা পান করলেও গুরুতর অসুস্থ হয়ে পড়েন। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল।
স্থানীয়রা অভিযোগ করেছেন, দীর্ঘদিন ধরে ওই বাজারে অবৈধভাবে দেশি মদ বিক্রি হচ্ছে। তারা এই মর্মান্তিক ঘটনার জন্য প্রশাসনের নজরদারির অভাবকে দায়ী করছেন।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমান বলেন, “এ পর্যন্ত ছয়জন মারা গেছেন, কয়েকজন এখনও অসুস্থ। একজন এখনও হাসপাতালে রয়েছেন। প্রাথমিক তদন্তে দেখা গেছে, সকলেই একই উৎস থেকে মদ পান করেছিলেন।”
নিহতদের মধ্যে চারজনের দাফন সম্পন্ন হয়েছে, বাকিদের মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মরগে পাঠানো হয়েছে। এলাকায় এখনো দূঃখ ও ভয় বিরাজ করছে।
চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার জামাল আল নাসের জানিয়েছেন, পুলিশি তদন্ত চলমান রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net