November 28, 2025, 6:14 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
পৌনে ১২ লাখ টনে নেমেছে সরকারি চালের মজুদ, ৩ লাখ টন চাল আমদানির উদ্যোগ পূর্বাচলে প্লট বরাদ্দে দুর্নীতির মামলা/হাসিনা পরিবারের তিন সদস্যের কারাদণ্ড কুষ্টিয়ায় গলাকাটা, মুখ পুড়ানো অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার কুষ্টিয়ায় আসছেন জাসিম উদ্দিন, লটারির পর একযোগে ৬৪ এসপিকে বদলি শীর্ষ ব্রিটিশ আইনজীবীদের টিউলিপ সিদ্দিক মামলার সমালোচনা বন্দর-এলডিসি নিয়ে সিদ্ধান্ত অন্তর্র্বতী সরকার নিতে পারে না: তারেক রহমান ভারত থেকে চাল কিনবে সরকার, সরবরাহকারী সিঙ্গাপুরের প্রতিষ্ঠান চার মাসে রাজস্ব আদায়ে ঘাটতি ১৭ হাজার কোটি টাকা রিটার্ন দাখিলের সময় এক মাস বাড়াল এনবিআর কুষ্টিয়ার ভেড়ামারায় প্রকাশ্যে গুলি করে একজনকে হত্যা, আহত ১

নির্বাচনের দিন বা তার আগে গণভোট আয়োজনের সুপারিশ ঐকমত্য কমিশনের

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিন বা তার আগে যেকোনো দিন গণভোট আয়োজনের সুপারিশ করেছে জাতীয় ঐকমত্য কমিশন। একই সঙ্গে নির্বাচিত সংসদের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের প্রস্তাবও দিয়েছে কমিশন।
আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ। এ সময় কমিশনের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।
এর আগে দুপুর ১২টার দিকে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপায় সম্পর্কিত সুপারিশপত্র অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে হস্তান্তর করে ঐকমত্য কমিশন।
অধ্যাপক আলী রীয়াজ বলেন,
“গণভোটের বিষয়ে সব রাজনৈতিক দলের মধ্যে ঐক্যমত প্রতিষ্ঠিত হয়েছিল এবং এখনো তা বহাল আছে। জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে গণভোট আয়োজন অপরিহার্য বলে সবাই মনে করেছেন।”
তিনি আরও বলেন,
“আমরা সরকারকে লিখিতভাবে জানিয়েছি, সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আগেই গণভোট আয়োজন করতে হবে। এজন্য নির্বাচন কমিশনের সঙ্গে অবিলম্বে আলোচনা করে তফসিল প্রণয়নের আহ্বান জানানো হয়েছে।”
জুলাই সনদ বাস্তবায়নে তিনধাপের প্রস্তাব
অধ্যাপক রীয়াজ জানান, কমিশনের সুপারিশ তিন ভাগে বিভক্ত—
* সাংবিধানিক নয় এমন বিষয়গুলো সরকার অধ্যাদেশের মাধ্যমে অবিলম্বে বাস্তবায়ন করতে পারবে।
* কিছু সুপারিশ সরকারি নির্দেশ বা অফিস আদেশের মাধ্যমেও দ্রুত কার্যকর করা সম্ভব।
* সাংবিধানিক বিষয়গুলোর ক্ষেত্রে গণভোট আয়োজনের মাধ্যমে জনগণের সম্মতি নিয়ে বাস্তবায়নের আইনি ভিত্তি গড়ে তোলা হবে।
তিনি বলেন,
“আমরা সরকারকে অনুরোধ করেছি, জুলাই সনদের সংবিধান সংস্কার বিষয়ক ৪৮টি প্রস্তাব বাস্তবায়নে গণভোট আয়োজন করতে। এতে একটি প্রশ্ন থাকবে— জনগণ এসব প্রস্তাবের সঙ্গে একমত কি না।”
সংবিধান সংস্কার পরিষদ গঠনের প্রস্তাব/
সুপারিশে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ একইসঙ্গে সংবিধান সংস্কার পরিষদ হিসেবেও কার্যকর থাকবে। এই পরিষদের মেয়াদ হবে ২৭০ দিন, যার মধ্যে সংবিধান সংশোধন, সংযোজন, বিয়োজন ও পরিমার্জনের কাজ সম্পন্ন করতে হবে।
উচ্চকক্ষ প্রতিষ্ঠার প্রস্তাব/
এ ছাড়া কমিশন ভোটের সংখ্যানুপাতে ১০০ সদস্যের একটি উচ্চকক্ষ প্রতিষ্ঠার সুপারিশ করেছে। গণভোটে জনগণের সম্মতি পাওয়া গেলে জাতীয় সংসদ গঠনের ৪৫ দিনের মধ্যে সংবিধান সংশোধনের মাধ্যমে উচ্চকক্ষ প্রতিষ্ঠা করা হবে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net