December 22, 2025, 9:41 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
চুয়াডাঙ্গায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা, টানা দুই দিন সূর্যের দেখা নেই ভোমরা স্থলবন্দরে আমদানি কমের মধ্যেও রপ্তানি ও রাজস্ব বৃদ্ধি লাখো মানুষের শ্রদ্ধায় শেষ বিদায়/ চিরনিদ্রায় শহীদ ওসমান হাদি কুষ্টিয়া নির্বাচন অফিসে অগ্নিকাণ্ড, তদন্তে প্রশাসন শোকবার্তায় জামায়াত /আওয়ামী লীগের প্রতিবিপ্লবের অপচেষ্টা রুখে দেওয়ার কারিগর ছিলেন হাদি’ মব সন্ত্রাসে জাতি বিভক্ত, দায় সরকারের: মির্জা ফখরুল সহিংসতার বিরুদ্ধে দৃঢ়ভাবে সতর্ক থাকার আহ্বান সরকারের জুলাই–অক্টোবরে বাণিজ্য ঘাটতি ৭.৫ বিলিয়ন ডলারে পৌঁছেছে অন-ডিউটি চিকিৎসকের মোবাইল গেম খেলা/ দুদকের অভিযানে মিলল সত্যতা, আরও অভিযোগ আজ মহান বিজয় দিবস/বাংলাদেশের মুক্তিযুদ্ধ: ঐতিহাসিক প্রেক্ষাপট, সংগ্রাম ও বিজয়ের গৌরবগাথা

ঈদের পর ইসলামী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা, শিক্ষার্থীদের মধ্যে প্রাণ চাঞ্চল্য

দৈনিক কু্িষ্টয়া প্রতিবেদক/

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বিভিন্ন বিভাগে অনার্স, মাস্টার্স ও আটকে থাকা পরীক্ষাগুলো ঈদুল আজহার ছুটির পর গ্রহনের সিদ্ধান্ত নেয়া

হয়েছে। গত শনিবার অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ১২০তম একাডেমিক কাউন্সিল সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করেছে কর্তৃপক্ষ। তবে আবাসিক হলগুলো বন্ধ রেখে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মু. আতাউর রহমান।

বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ থেকে সশরীরে পরীক্ষা গ্রহণের পক্ষে সুপারিশ করার পর বিশ^বিদ্যালয় কতৃপক্ষ এ সিদ্ধান্ত গ্রহন করে।

উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালামের সভাপতিত্বে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে একাডেমিক কমিটির এ সভা হয়।

রেজিস্ট্রার জানান অগ্রাধিকারভিত্তিতে বিভাগগুলো পরীক্ষা গ্রহণ করতে পরবে। এক্ষেত্রে বিভাগগুলোকে শিক্ষাবর্ষের ধারাবাহিকতা অনুযায়ী

পরীক্ষা গ্রহণ করতে হবে। তবে পরীক্ষাগুলো অনলাইনে নাকি সশরীরে গ্রহণ করা হবে এ নিয়ে সংশ্লিষ্ট বিভাগ একাডেমিক বিভাগীয় সভায় সিদ্ধান্ত নেয়া হবে। অনলাইনে পরীক্ষা গ্রহণের জন্য বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে একটি আইটি সেল খোলা হবে। কোনো বিভাগ অনলাইনের পরীক্ষা গ্রহণ করতে চাইলে আইটি সেলের সঙ্গে যোগাযোগ করে পরীক্ষা গ্রহণ সম্পন্ন করবে।

তিনি জানান ঈদের পরের সপ্তাহ থেকে সব বিভাগের পরীক্ষা কার্যক্রম শুরুর সিদ্ধান্ত হয়েছে।

রেজিস্ট্রার জানান তবে করোনা পরিস্থিতিঅবনতি হলে অনলাইনে পরীক্ষা নেওয়ার উপর গুরুত্ব দেয়া যেতে পারে।

করোনার চলমান পরিস্থিতি কারনে জন্য দীর্ঘদিন বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম বন্ধ রয়েছে। বন্ধ থাকার কারনে বিশ্ববিদ্যালয় গুলোতে বড় ধরনের সেশন জট তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। গত ২৮ মে পরীক্ষা সশরীরে ও অনলাইনে গ্রহণের নির্দেশনা দেয় ইউজিসি। ইতোমধ্যে বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় সশরীরে পরীক্ষা গ্রহণ শুরু করেছে।

ইসলামী বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষকের সাথে যোগাযোগ করা হলে তারা জানান। এটি সঠিক সিদ্ধান্ত। তারা বলেন শিক্ষার্থীরা সীমাহিন হতাশায় ভুগছে। পরীক্ষার সিদ্ধান্ত তাদের জন্য একটু হলেও আশার সনচার করতে পারে।

ইসলামে ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ও বিশ^বিদালয়ের প্রক্টর ড. জাহাঙ্গীর হোসেন বলেন সিনিয়র শিক্ষকদের মতামতের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। শিক্ষার্থীরাও তাদের সাথে যোগাযোগ করছিল ও পরীক্ষর দাবি জানিয়ে আসছিল।

বিশ^বিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. আলামগীর হোসেন ভূঁইয়া জানান একাডেমিক কাউন্সিলের সভায় সবার মতামতের ভিত্তিতে এ সিদ্ধান্ত এসেছে। তিনি আশা করেন সবার সহযোগীতায় এ সিদ্ধান্ত ভাল ফলাফল নিয়ে আসবে।

বিশ^বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শেখ আব্দুস সালাম জানান  বিশ্ববিদ্যালয় কতৃপক্ষের কাছে সাধারণ ছাত্রসমাজের স্বার্থটাই আগে প্রাধান্য পাবে। চলমান পরিস্থিতি নিয়ন্ত্রণ যেহেতু কারো হাতে নেই তাই কোন ঝুঁকি নেয়া যাবে না। সাধারণ শিক্ষার্থীদের কোন রকম অসুবিধা হতে পারে সেসব দিকগুলো নানাভাবে বিবেচনা করে সিদ্ধান্ত নেয়া হচ্ছে।

উপচার্য আশাবাদ ব্যক্ত করেন যে বিশ^বিদ্যালয় কতৃপক্ষ সবার সহযোগীতা পাবেন।

এদিকে পরীক্ষা গ্রহনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে সাধারণ শিক্ষার্থীরা। একাধিক বিভাগের যোগাযোগ সম্ভব হয়েছে এমন শিক্ষার্থীরা জানান এটি বিশ্ববিদ্যালয়ের সঠিক সিদ্ধান্ত। তবে অনেক শিক্ষার্থী দুরদুরান্ত থেকে এসে হল সুবিধা না পেয়ে কিভাবে পরীক্ষায় অংশ নেবে এ বিষয়টি বুঝতে পারছে না।

 

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net