November 23, 2024, 12:53 am
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
তামাক পাতা প্রাণঘাতী। কিন্তু চমক হলো তামাক পাতায় এবার প্রাণরক্ষার পথ্য তৈরি হবে ! এ কথা সত্য হলে, সত্যিই ইতিহাসের এক চমকপ্রদ অধ্যায় রচিত হবে। আর এটি হবে বিশে^র অন্যতম তামাক ও তামাকজাত পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানির হাত ধরে।
এমন খবর দিয়েছে কোম্পানীটি নিজেই। সংবাদ প্রকাশ করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স ।
তবে করোনা প্রতিরোধে তামাক পাতার ব্যবহারের কথা তেমন একটি শোনা যায়নি। ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর দাবি, প্রথাগত পদ্ধতির থেকে এ পথে দ্রুত করোনার ভ্যাকসিন তৈরি করা সম্ভব। কয়েক মাসের বদলে এ ক্ষেত্রে লাগতে পারে মাত্র কয়েক সপ্তাহ।
তবে তামাক পাতা থেকে করোনার ভ্যাকসিন তৈরি হচ্ছে মানে তামাকজাত দ্রব্য করোনা মোকাবেলায় সাহায্য করবে, এমনটি কিন্তু নয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা আগেই জানিয়েছিল, তামাকজাত দ্রব্য করোনা সংক্রমণের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে।
প্রতিষ্ঠানটি দাবি তামাক পাতার প্রোটিন দিয়ে করোনাভাইরাসের সম্ভাব্য ভ্যাকসিন তৈরি করেছে তারা। আর প্রি-ক্লিনিক্যাল ট্রায়ালে আশাব্যঞ্জক ফলের পর এবার মানবদেহে পরীক্ষামূলক প্রয়োগের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদনের অপেক্ষায় রয়েছে তারা। প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী, ১৫ মে ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর পক্ষ থেকে এই তথ্য জানিয়ে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের (এফডিএ) অনুমোদন পেলেই তারা ভ্যাকসিনটির প্রথম ধাপের পরীক্ষা অর্থাৎ তা মানবদেহে প্রয়োগ শুরু করবে।
সরকারি সংস্থা ও সঠিক উৎপাদনকারী প্রতিষ্ঠানের সহায়তা পেলে তামাক পাতার প্রোটিন দিয়ে কোভিড-১৯ রোগের সম্ভাব্য ভ্যাকসিন তৈরি করে প্রতি সপ্তাহে ১০ থেকে ৩০ লাখ ডোজ উৎপাদন করতে সক্ষম হবে, গত এপ্রিলে কোম্পানিটি এমন ঘোষণা দেওয়ার পর সবাই চমকে যায়।
বিশেষজ্ঞরা বলছেন, ভ্যাকসিন হাতে পেতে আরও এক থেকে দেড় বছর সময় লাগবে।
Leave a Reply