September 27, 2025, 12:39 pm
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
আবু হাসনাত মোহাম্মদ আরেফীনকে কুষ্টিয়ার জেলা প্রশাসক করা হয়েছে। তিনি পটুয়াখালীর জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি ২৫ বিসিএস’র একজন কর্মকর্তা।
এদিকে কুষ্টিয়ার জেলা তৌফিকুর রহমানকে খুলনার জেলা প্রশাসক করা হয়েছে।
সোমবার (২৫ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, দেশের ছয়টি জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। পটুয়াখালী, কুষ্টিয়া, কুড়িগ্রাম, মেহেরপুর, নেত্রকোণা ও খুলনায় এসব নিয়োগ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপসচিব ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরীকে পটুয়াখালীর জেলা প্রশাসক এবং পটুয়াখালীর ডিসি আবু হাসনাত মোহাম্মদ আরেফীনকে কুষ্টিয়ার জেলা প্রশাসক করা হয়েছে।
মেহেরপুরের ডিসি সিফাত মেহনাজকে কুড়িগ্রামের, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব ড. মোহাম্মদ আবদুল ছালামকে মেহেরপুরের, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের জোনাল সেটেলমেন্ট অফিসার (উপসচিব) মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামানকে নেত্রকোণায়।
কুষ্টিয়ার নতুন জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন প্রশাসন ক্যাডারের একজন দক্ষ ও অভিজ্ঞ কর্মকর্তা হিসেবে ইতোমধ্যে সুনাম অর্জন করেছেন।
দৈনিক কুষ্টিয়ার পক্ষ থেকে যোগাযোগ করা হলে তিনি জানান, আগামী সপ্তাহে তিনি কুষ্টিয়াায় যোগদান করতে পারেন।
জেলার সার্বিক উন্নয়ন ও জনকল্যাণে তাঁর কর্মদক্ষতা ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন সচেতন মহল।