September 28, 2025, 12:43 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়া চেম্বার নির্বাচনে ‘এ’ গ্রুপের ১২ পরিচালক নির্বাচিত আমদানি কমায় দুই সপ্তাহে কেজি প্রতি ৪০ টাকা চড়েছে শুকনা মরিচের দাম দুর্গাপূজা উপলক্ষে সারাদেশে র‌্যাবের ২৮১ টহল দল মোতায়েন ভারত চাল রফতানিতে নতুন নিয়ম জারি করেছে, বাংলাদেশের আমদানিতে প্রভাব কুষ্টিয়ায় হত্যাকাণ্ড/ট্রাইব্যুনালে ইনুর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ জমা কুষ্টিয়ার দৈৗলতপুরে গৃহবধুকে পালাক্রমে ধর্ষণ, গ্রেপ্তার ৩ নির্বাচনে আ. লীগ ও জাতীয় পার্টির অংশগ্রহণ চান মির্জা ফখরুল নিঃশর্ত ক্ষমা চাইতে মুফতি আমির হামজাকে আইনি নোটিশ প্রাথমিক বিদ্যালয়ে সঙ্গীত ও নৃত্যের শিক্ষক নিয়োগ নিয়ে নাগরিকদের আহ্বান দুর্গাপূজা/ ভারতে ৫০০ কেজি চিনিগুঁড়া চাল উপহার পাঠলো পররাষ্ট্র মন্ত্রণালয়

আমদানি কমায় দুই সপ্তাহে কেজি প্রতি ৪০ টাকা চড়েছে শুকনা মরিচের দাম

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে শুকনা মরিচ আমদানি কমে যাওয়ায় স্থানীয় বাজারে বেড়েছে মসলাপণ্যটির দাম। দেড় থেকে দুই সপ্তাহের ব্যবধানে খুচরা বাজারে কেজিপ্রতি ৪০ টাকা পর্যন্ত দাম বৃদ্ধি পেয়েছে।
গতকাল সরেজমিন ঘুরে দেখা গেছে, জেলা সদরের সুলতানপুর বড় বাজারের মসলা বিক্রেতা মেসার্স ঠাকুর স্টোরে শুকনা মরিচ কেজিপ্রতি ৩২০-৩৩০ টাকায় বিক্রি হচ্ছে। অথচ দুই সপ্তাহ আগেও দাম ছিল ২৮০-২৯০ টাকা।
দামের এই উল্লম্ফনের কারণ জানতে চাইলে প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী দুলাল চন্দ্র সাহা বলেন, ‘ভোমরা স্থলবন্দর দিয়ে আমদানি কমে যাওয়ায় পাইকারি বাজারে দাম বেড়েছে। এর প্রভাব খুচরা বাজারেও পড়ছে।’
ভোমরা শুল্ক স্টেশনের রাজস্ব শাখার তথ্য অনুযায়ী, চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম দুই মাসে (জুলাই-আগস্ট) এ বন্দর দিয়ে ৭ হাজার ৪১২ টন শুকনা মরিচ আমদানি হয়েছে, যার মূল্য ২০৩ কোটি ৬৭ লাখ টাকা। গত অর্থবছরের একই সময়ে আমদানি হয়েছিল ৯ হাজার ৫১৯ টন শুকনা মরিচ, যার বাজারমূল্য ছিল ২৫৩ কোটি ৪৫ লাখ টাকা। অর্থাৎ, চলতি অর্থবছরের প্রথম দুই মাসে আমদানির পরিমাণ কমেছে ২ হাজার ১০৭ টন।
আমদানি কমে যাওয়ার কারণ সম্পর্কে মেসার্স রাফসান এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. আবু হাসান বলেন, ‘দেশের মসলাবাজারে শুকনা মরিচের চাহিদা কিছুটা কমেছে। তাই আমদানিকারকরা স্বাভাবিকভাবেই পরিমাণ কমিয়ে দিয়েছেন।’

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net