September 28, 2025, 12:43 pm
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে শুকনা মরিচ আমদানি কমে যাওয়ায় স্থানীয় বাজারে বেড়েছে মসলাপণ্যটির দাম। দেড় থেকে দুই সপ্তাহের ব্যবধানে খুচরা বাজারে কেজিপ্রতি ৪০ টাকা পর্যন্ত দাম বৃদ্ধি পেয়েছে।
গতকাল সরেজমিন ঘুরে দেখা গেছে, জেলা সদরের সুলতানপুর বড় বাজারের মসলা বিক্রেতা মেসার্স ঠাকুর স্টোরে শুকনা মরিচ কেজিপ্রতি ৩২০-৩৩০ টাকায় বিক্রি হচ্ছে। অথচ দুই সপ্তাহ আগেও দাম ছিল ২৮০-২৯০ টাকা।
দামের এই উল্লম্ফনের কারণ জানতে চাইলে প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী দুলাল চন্দ্র সাহা বলেন, ‘ভোমরা স্থলবন্দর দিয়ে আমদানি কমে যাওয়ায় পাইকারি বাজারে দাম বেড়েছে। এর প্রভাব খুচরা বাজারেও পড়ছে।’
ভোমরা শুল্ক স্টেশনের রাজস্ব শাখার তথ্য অনুযায়ী, চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম দুই মাসে (জুলাই-আগস্ট) এ বন্দর দিয়ে ৭ হাজার ৪১২ টন শুকনা মরিচ আমদানি হয়েছে, যার মূল্য ২০৩ কোটি ৬৭ লাখ টাকা। গত অর্থবছরের একই সময়ে আমদানি হয়েছিল ৯ হাজার ৫১৯ টন শুকনা মরিচ, যার বাজারমূল্য ছিল ২৫৩ কোটি ৪৫ লাখ টাকা। অর্থাৎ, চলতি অর্থবছরের প্রথম দুই মাসে আমদানির পরিমাণ কমেছে ২ হাজার ১০৭ টন।
আমদানি কমে যাওয়ার কারণ সম্পর্কে মেসার্স রাফসান এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. আবু হাসান বলেন, ‘দেশের মসলাবাজারে শুকনা মরিচের চাহিদা কিছুটা কমেছে। তাই আমদানিকারকরা স্বাভাবিকভাবেই পরিমাণ কমিয়ে দিয়েছেন।’