December 31, 2025, 7:40 pm

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
জনপ্রিয় বিনোদন ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ এবার চুয়াডাঙ্গায় শুটিং করা হয়েছে, যা বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম সীমান্তবর্তী একটি জেলা।
‘ইত্যাদি’–র নতুন পর্ব শুক্রবার, ২৬ ডিসেম্বর, রাত ৮টায় বিটিভিতে প্রচারিত হবে।
চুয়াডাঙ্গা, যা একসময় অবিভক্ত কুষ্টিয়ার অংশ এবং ইতিহাসগতভাবে নদীয়ার সঙ্গে যুক্ত, তার সমৃদ্ধ ইতিহাস, ঐতিহ্য, শিল্প-সংস্কৃতি, প্রাচীন স্থাপনা এবং দৈনন্দিন জীবনের রঙিন অধ্যায়ের জন্য সুপরিচিত।
বরেণ্য নির্মাতা হানিফ সংকেত যথারীতি অনুষ্ঠানের পরিকল্পনা ও নির্মাণ করেছেন।
শুটিং অনুষ্ঠিত হয় চুয়াডাঙ্গার ঐতিহ্যবাহী নাটুদা হাই স্কুলে, যা প্রায় শত বছর আগে ব্রিটিশ আমলে নির্মিত এবং হাজারদুয়ারি নামে খ্যাত। অনুষ্ঠানটি দর্শকদের জন্য এক স্মরণীয় মুহূর্ত হয়ে ওঠে, যেখানে চুয়াডাঙ্গা শহরের সাংস্কৃতিক প্রাণবন্ততা তুলে ধরা হয়েছে।
পর্বের শুরুতে চুয়াডাঙ্গার সংস্কৃতি ও ইতিহাসকে তুলে ধরে একটি সঙ্গীত ও নৃত্য পরিবেশনা করা হয়। গানটি রচনা করেছেন চুয়াডাঙ্গার সাংবাদিক ও গীতিকার শাহ আলম সনির, সুর ও পরিচালনা করেছেন হানিফ সংকেত, সংগীতায়োজন করেছেন মেহেদী। স্থানীয় নৃত্যশিল্পীরা তাদের চমৎকার পরিবেশনা প্রদান করেন, নৃত্যকোরিওগ্রাফি করেছেন এস.কে. জাহিদ, কণ্ঠ দিয়েছেন রাজিব ও তানজিনা রুমা।
অনুষ্ঠানে চুয়াডাঙ্গা জন্মভূমির লোকসঙ্গীত শিল্পী বিউটি এবং জনপ্রিয় সংগীতশিল্পী পান্থ কানাই–এর পরিবেশনা করা দুটি বিশেষ গানও পরিবেশিত হয়েছে। গানের কথা লিখেছেন কবি মোহাম্মদ রফিকউজ্জামান, সুর ও সংগীতায়োজনে ছিলেন মেহেদী।
‘ইত্যাদি’–তে আরও উপস্থিত ছিলেন জনপ্রিয় শিল্পীরা যেমন: সোলায়মান খোকা, সুভাশীষ ভৌমিক, জিল্লুর রহমান, মুকিত জাকারিয়া, আশরাফুল আলম সোহাগ, সুর্বণা মজুমদার, হানিফ পালোয়ান, বেলাল আহমেদ মুরাদ, জাহিদ চৌধুরী, সাবরিনা নিসা, নজরুল ইসলাম প্রমুখ।