December 31, 2025, 3:27 pm

তরুণদের এই অসাধারণ উদ্যোগ একদিন সমাজ পরিবর্তনের শক্তিশালী হাতিয়ার হয়ে উঠবে — ড. আমানুর আমান
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়ার অগ্রগণ্য স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্ন প্রয়াস যুব সংস্থা আয়োজিত দিনব্যাপী অনুপ্রেরণামূলক আয়োজন “প্রেরণার উৎসব ২০২৫” জমকালো আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। শুক্রবার (২৮ নভেম্বর) কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত এই উৎসব তরুণদের স্বেচ্ছাসেবী চিন্তাধারা, সৃজনশীলতা ও সমাজসেবার প্রতি দায়বদ্ধতার এক অনন্য প্রদর্শনী হয়ে ওঠে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বপ্ন প্রয়াস যুব সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি সাদিক হাসান রোহিদ। এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা, বিশিষ্ট লেখক ও গবেষক ড. আমানুর আমান। তাঁর প্রেরণাদায়ী বক্তব্য তরুণদের মাঝে নতুন উদ্দীপনা ও সমাজ পরিবর্তনের অঙ্গীকার জাগিয়ে তোলে।
সম্মাননা প্রদান ও অনুপ্রেরণার গল্প/
উৎসবের বিভিন্ন পর্বে—
সমাজসেবায় বিশেষ অবদান রাখা তরুণদের সম্মাননা প্রদান,
মানবিক গল্প তুলে ধরা,
নিয়মিত রক্তদাতা ও স্বেচ্ছাসেবীদের উৎসাহ প্রদান,
মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে সমাজকল্যাণমূলক কাজের মূল্যবোধ তুলে ধরা হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন লেখক ও কলামিস্ট হাসান টুটুল, উপদেষ্টা কেএম জাহিদ, আব্দুল খালেক, রাসেল পারভেজ, শাহাবুদ্দিন মিলন, সাইদুল বারী টুটুল, আক্তার হোসেন, এসএম জামাল, আব্দুস সালামসহ আরও অনেকে।
প্রধান অতিথির বক্তব্য
প্রধান অতিথি ড. আমানুর আমান তাঁর বক্তব্যে বলেন—
“তরুণদের এই উদ্যোগ একদিন সমাজ পরিবর্তনের বড় হাতিয়ার হয়ে উঠবে। রক্তদান থেকে শুরু করে কম্বল বিতরণ, অসহায় মানুষের পাশে দাঁড়ানো, শিক্ষা সহায়তা—স্বপ্ন প্রয়াস যুব সংস্থা একের পর এক মহৎ কাজে নিজেদের আলোকিত করেছে।”
তিনি আরও বলেন—
“এ উৎসব প্রমাণ করেছে, ভালো কাজের জন্য মূলত প্রয়োজন ইচ্ছাশক্তি, সাহস ও মানবিক মূল্যবোধ। আগামীতেও এ ধারাবাহিকতা বজায় রাখতে তরুণদের প্রতি আমি আন্তরিক আহ্বান জানাই।”
৫০টি সংগঠনকে সম্মাননা
এ অনুপ্রেরণার উৎসবে কুষ্টিয়া ছাড়াও দেশের বিভিন্ন জেলা থেকে আগত ৫০টি স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠনকে তাদের মানবিক কার্যক্রমের স্বীকৃতিস্বরূপ সম্মাননা স্মারক প্রদান করা হয়। এতে অংশগ্রহণকারী সংগঠনগুলো নিজেদের কাজকে আরও বিস্তৃত পরিসরে এগিয়ে নেওয়ার স্বপ্ন ব্যক্ত করেন।
সাংস্কৃতিক পরিবেশনা/
সম্মাননা প্রদান পর্ব শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, যা তরুণদের উদ্যমকে আরও প্রাণবন্ত করে তোলে। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন জনপ্রিয় সঞ্চালক মীর তনিমা।
মানবিক মূল্যবোধ, স্বেচ্ছাসেবী মনোভাব এবং প্রেরণাদায়ী তরুণ শক্তির সমন্বয়ে “প্রেরণার উৎসব ২০২৫” কুষ্টিয়ার তরুণসমাজে নতুন উদ্দীপনার বার্তা ছড়িয়ে দেয়।