January 3, 2025, 1:37 pm
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
সিআইডি পুলিশ মেহেরপুরের গাংনী উপজেলা থেকে মানব পাচারকারী চক্রের সদস্য মওলানা আব্দুস সামাদকে (৩০) গ্রেফতার করেছে। ১৫ জুন ভোরে মেহেরপুরের গাংনী উপজেলার ভোলাডাঙ্গা হাফিজিয়া মাদ্রাসা ও লিল্লাহ বোডিং থেকে তাকে গ্রেফতার করা হয়।
সামাদ গাংনী উপজেলার কসবা উত্তরপাড়া এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে এবং ভোলাডাঙ্গা হাফিজিয়া মাদ্রাসা ও লিল্লাহ বোডিং এর শিক্ষক। তার নামে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানায় মানব পাচারের অভিযোগে মামলা রয়েছে, সিআইডি’র উপ-পরিদর্শক (এসআই) হাসানুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।
সিআইড জানায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে আব্দুস সামাদ উক্ত চক্রের সক্রিয় সদস্য বলে স্বীকার করেছে। অবৈধভাবে বাংলাদেশ থেকে লিবিয়ায় বিভিন্ন উপায়ে মানব পাচার করে সে। সে আলমডাঙ্গা থানায় দায়ের হওয়া মানব পাচার প্রতিরোধ ও দমন আইন মামলার এজাহারভুক্ত আসামি।
Leave a Reply